লিহান লিমা: [২] করোনা ভাইরাস মহামারী, বর্ণবাদী অবিচার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ২৪ মিনিটের এক ভিডিও বার্তা দেন। আমেরিকানদের ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মিশেল বলেন, ‘ট্রাম্প ভীতি, বিভক্তি ও বিশৃঙ্খলা ছড়াচ্ছেন, তিনি প্রেসিডেন্সির জন্য উপযুক্ত নন।’ডেইলি মেইল
[৩]গত সপ্তাহে ট্রাম্পের করোনা শনাক্ত হয়। বিশ্বের অন্যতম সেরা চিকিৎসকদলের তত্ত্বাবধানে হাসপাতালে তাকে অ্যান্টিবডি, রেমডিসিভির ও ডেক্সামেথাসনসহ মোট তিনটি থেরাপি দেয়া হয়। হাসপাতাল থেকে ফেরার পর দেয়া বার্তায় ট্রাম্প বলেন, করোনা নিয়ে ভয়ের কিছু নেই। ’ ট্রাম্পের এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ডাক্তার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
[৪] হোয়াইট হাউসের বাসিন্দা ও সিক্রেট সার্ভিসের সদস্যদের জীবনকে ঝুঁকিতে ফেলার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন মিশেল। মিশেল বলেন, সাত মাস হয়ে গেছে মহামারী চলছে। ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম ও কোরিয়া যুদ্ধের চেয়ে বেশি মার্কিনি ভাইরাসে প্রাণ হারিয়েছেন। অথচ এখনো ভাইরাস নিয়ে কোনো পরিকল্পনা নেই। সাত মাস পরও তিনি এখনো মাস্ক পরছেন না এবং ক্রমাগত অন্যদের সেই উৎসাহ দিয়ে যাচ্ছেন। উপরুন্তু মার্কিন নাগরিকদের বলছেন, করোনা কোনো বাস্তবিক হুমকি নয়।
[৫]ভিডিও বার্তায় ট্রাম্প ও তার মিত্রদের ওপর কৃষ্ণাঙ্গ ও শ্যামবর্ণ আমেরিকানদের সম্পর্কে ভীতি ও অপবাদ ছড়ানোর অভিযোগ আনেন মিশেল। তিনি বলেন, ট্রাম্প একজন বর্ণবাদী প্রেসিডন্ট যিনি ক্রমাগত ভীতি ও বিভক্তি সৃষ্টি করছেন। তিনি পুর্ননির্বাচিত হলে আমেরিকাকে ষড়যন্ত্রতত্ত্ব ধংস করে ফেলবে।