শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দলের ওয়ানডে ক্রিকেট, তামিম পেলেন আকবরকে, মাহমুদউল্লাহর দলে রাকিবুল

নিজস্ব প্রতিবেদক: খেলায় ফিরছেন যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী, রাকিবুল হাসান ও শরীফুল ইসলামরা। দীর্ঘদিন খেলার বাইরে থাকা এ ক্রিকেটারদের ডাকা হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে। তারা এবার খেলবেন জাতীয় দলের স্কিল ক্যাম্পে হতে যাওয়া একটি তিন দলের প্রতিযোগিতা।

জাতীয় দল ও এইচপি ইউনিট মিলিয়ে তিন দলের এই প্রতিযোগিতা আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। তিন দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে অধিনায়ক তামিমের দলে সুযোগ পেয়েছেন ছোটদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ জেতানো শট খেলা রাকিবুলকে রাখা হয়েছে মাহমুদউল্লাহর দলে। শান্তর দলে আছেন তৌহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন।

মিরপুরে তিন দলের এই প্রতিযোগিতা শুরু হবে ১১ অক্টোবর। ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। দীর্ঘদিন পর মাঠে ফেরার আনন্দে আকবর-রাকিবুলরা। করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর মিরপুরের একাডেমিতে আইসোলেশনে আছেন তারা। বুধবার ( ৭ অক্টোবর) থেকে শুরু হবে তাদের ক্যাম্প।

যুব বিশ্বকাপজয়ী দলের সাত ক্রিকেটার সুযোগ পেয়েছেন তিন দলে। আকবর, রাকিবুল, তৌহিদ, পারভেজ ছাড়াও আছেন শরীফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজিদ হাসান তামিম।

নির্বাচকরা তিন দলে তিন লেগ স্পিনার রেখেছেন। আমিনুল ইসলাম বিপ্লব খেলবেন মাহমুদউল্লাহর দলে। শান্তর দলে রয়েছেন রিশাদ হোসেন, তামিমের দলে মিনহাজুল আবেদীন।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

শান্ত একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়