নূর মোহাম্মদ: [২] মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের সম্পাদক বরাবরে এ চিঠি দেন আইনজীবী ইশরাত হাসান। চিঠিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট এক রায়ে প্রতিটি কর্মস্থলে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেন। সুপ্রিম কোর্ট বারেও যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন হওয়া আবশ্যক।
[৩] এদিকে সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীবৃন্দ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।