শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে দেবরের বিরুদ্ধে মামলা

হাবিবুর রহমান: [২] নেত্রকোনার পূর্বধলায় বিজিবি সদস্যের স্ত্রী লিপি আক্তারকে (৩৫) নিজের ঘরে গলা কেটে হত‌্যার অভিযোগ উঠেছে চাচাতো দেবরের বিরুদ্ধে। পরে দেবর নিজের গলা কেটে আত্মহত‌্যার চেষ্টা করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন দেবরকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসা করাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান।

[৩] ঘটনায় আজ সোমবার বিকেলে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত লিপি আক্তারের বড় বোন ফেরদৌসি বেগম বাদী হয়ে রাসেলকে প্রধান আসামি করে করে এ মামলাটি দায়ের করেন।

[৪] মামলার বরাত দিয়ে ওসি তাওহীদুর রহমান জানান, ‘বিজিবি সদস্যের স্ত্রীকে রাসেল প্রায়ই উত‌্যক্ত করতেন। এতে সে সাড়া না দেওয়ায় পরিকল্পিতভাবে রাসেলই এ হত্যাকাণ্ড ঘটায়। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

[৫] প্রসঙ্গত, গত রোববার (০৪ অক্টোবর) ভোর রাতে লিপি আক্তার নামের ওই গৃহবধূকে পূর্বধলা পশ্চিম পাড়া গ্রামে বিজিবি সদ্যস্য আজিজুল ইসলামের নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। এ সময় ওই ঘরে গলা কাটা অবস্থায় লিপির চাচাত দেবর রাসেল মিয়াকে পাওয়া যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ সময় বিজিবি সদস্য তার কর্মস্থল পঞ্চগড়ে অবস্থান করছিলেন। আলিফ নামের তাদের ১২ বছরের এক ছেলেকে নিয়ে লিপি বাড়িতেই থাকতেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়