শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে দেবরের বিরুদ্ধে মামলা

হাবিবুর রহমান: [২] নেত্রকোনার পূর্বধলায় বিজিবি সদস্যের স্ত্রী লিপি আক্তারকে (৩৫) নিজের ঘরে গলা কেটে হত‌্যার অভিযোগ উঠেছে চাচাতো দেবরের বিরুদ্ধে। পরে দেবর নিজের গলা কেটে আত্মহত‌্যার চেষ্টা করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন দেবরকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসা করাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান।

[৩] ঘটনায় আজ সোমবার বিকেলে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত লিপি আক্তারের বড় বোন ফেরদৌসি বেগম বাদী হয়ে রাসেলকে প্রধান আসামি করে করে এ মামলাটি দায়ের করেন।

[৪] মামলার বরাত দিয়ে ওসি তাওহীদুর রহমান জানান, ‘বিজিবি সদস্যের স্ত্রীকে রাসেল প্রায়ই উত‌্যক্ত করতেন। এতে সে সাড়া না দেওয়ায় পরিকল্পিতভাবে রাসেলই এ হত্যাকাণ্ড ঘটায়। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

[৫] প্রসঙ্গত, গত রোববার (০৪ অক্টোবর) ভোর রাতে লিপি আক্তার নামের ওই গৃহবধূকে পূর্বধলা পশ্চিম পাড়া গ্রামে বিজিবি সদ্যস্য আজিজুল ইসলামের নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। এ সময় ওই ঘরে গলা কাটা অবস্থায় লিপির চাচাত দেবর রাসেল মিয়াকে পাওয়া যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ সময় বিজিবি সদস্য তার কর্মস্থল পঞ্চগড়ে অবস্থান করছিলেন। আলিফ নামের তাদের ১২ বছরের এক ছেলেকে নিয়ে লিপি বাড়িতেই থাকতেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়