নূর মোহাম্মদ : [২] নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা পাঁচ মামলায় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। ওই স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগও। রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে সোমবার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
[৩] গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে এসব মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিন কর্মচারী। মামলার অভিযোগে বলা হয়, শ্রমিক হিসেবে নিজেদের সংগঠিত হওয়া ও নিজেদের কল্যাণের জন্য ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেন তারা। ইউনিয়ন গঠনের খবর জানার পর তাদের চাকরিচ্যুত করা হয়।