রাহুল রাজ : [২] শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ঘোষণা আসে, এই সময় নিজেদের মধ্যে তিনটি দল গঠন করে ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। তবে এখনই খেলার জন্য ফিট না হওয়ায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে এই সিরিজে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
[৩] তবে এরপর কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। সেখানে খেলবেন ৯০ ক্রিকেটার। আর সেই টুর্নামেন্ট খেলবেন মাশরাফি বিন মুর্তজা। এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
[৪] গণমাধ্যমকে তিনি বলেছেন, “যেসব ক্রিকেটার চেইনে আছে আমরা তাদের খোঁজখবর নিই। মাশরাফিকেও ফোন দিয়ে তার কন্ডিশন ও পরিকল্পনা জেনেছি। টি২০ টুর্নামেন্টে ওর নাম থাকবে। করপোরেট টুর্নামেন্ট হলে স্পন্সররা দল বানাবে। আর বিসিবির স্পন্সরে টুর্নামেন্ট হলে আমরা স্কোয়াড করে দেব। করপোরেট বা বিসিবির যেভাবেই হোক, আমার বিশ্বাস মাশরাফি খেলবে।”
[৫] করোনা থেকে সেরে উঠতে দুই সপ্তাহের বেশি সময় নিয়েছেন মাশরাফি। তার ওপর অধিনায়কত্ব ছেড়ে দিলেও মার্চের পর প্রতিযোগিতামূলক কোনও ধরনের ক্রিকেটে অংশ নেননি। এমনকি করোনাকালে বাকিরা ব্যক্তিগত অনুশীলনে ফিরলেও তিনি কোনও ধরনের অনুশীলনে অংশ নেননি। যার কারণে তিনি ওয়ানডে সিরিজ না খেললেও করপোরেট টুর্নামেন্ট খেলতে ক্যাম্পে যোগ দিবেন এমনটা জানা গিয়েছে।