শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন মাশরাফি

রাহুল রাজ : [২] শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ঘোষণা আসে, এই সময় নিজেদের মধ্যে তিনটি দল গঠন করে ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। তবে এখনই খেলার জন্য ফিট না হওয়ায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে এই সিরিজে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

[৩] তবে এরপর কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। সেখানে খেলবেন ৯০ ক্রিকেটার। আর সেই টুর্নামেন্ট খেলবেন মাশরাফি বিন মুর্তজা। এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

[৪] গণমাধ্যমকে তিনি বলেছেন, “যেসব ক্রিকেটার চেইনে আছে আমরা তাদের খোঁজখবর নিই। মাশরাফিকেও ফোন দিয়ে তার কন্ডিশন ও পরিকল্পনা জেনেছি। টি২০ টুর্নামেন্টে ওর নাম থাকবে। করপোরেট টুর্নামেন্ট হলে স্পন্সররা দল বানাবে। আর বিসিবির স্পন্সরে টুর্নামেন্ট হলে আমরা স্কোয়াড করে দেব। করপোরেট বা বিসিবির যেভাবেই হোক, আমার বিশ্বাস মাশরাফি খেলবে।”

[৫] করোনা থেকে সেরে উঠতে দুই সপ্তাহের বেশি সময় নিয়েছেন মাশরাফি। তার ওপর অধিনায়কত্ব ছেড়ে দিলেও মার্চের পর প্রতিযোগিতামূলক কোনও ধরনের ক্রিকেটে অংশ নেননি। এমনকি করোনাকালে বাকিরা ব্যক্তিগত অনুশীলনে ফিরলেও তিনি কোনও ধরনের অনুশীলনে অংশ নেননি। যার কারণে তিনি ওয়ানডে সিরিজ না খেললেও করপোরেট টুর্নামেন্ট খেলতে ক্যাম্পে যোগ দিবেন এমনটা জানা গিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়