শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের আকাশে ১৬ বছর পর উজ্জ্বল মঙ্গলগ্রহ

ডেস্ক রিপোর্ট: দেশের আকাশ থেকে একেবারে স্পষ্ট দেখা মিলবে মঙ্গলগ্রহ। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে এ মাসের শেষ পর্যন্ত মঙ্গলগ্রহ অনেক উজ্জ্বল দেখা যাবে। গত ১৬ বছরেও এতটা উজ্জল কখনো দেখা যায়নি ‘লাল’ গ্রহকে।

আগামী ৬ ও ৭ অক্টোবর মঙ্গল পৃথিবী থেকে ৬ কোটি ২০ লাখ ৭০ হাজার কিলোমিটার দূরে থাকবে। যদিও ২০১৮ সালে মঙ্গল ৫ কোটি ৭৬ লাখ এবং ২০০৩ সালে ৫ কোটি ৫৭ লাখ কিলোমিটার দূরে ছিল। কিন্তু খুব বেশি উজ্জ্বল দেখা যায়নি সেই সময়ে।

অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন জানিয়েছে, প্রতি দুই বছর পর মঙ্গল পৃথিবীর কাছাকাছি আসে; যেহেতু পৃথিবী ১২ মাসে আর মঙ্গল ২৬ মাসে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু দু’বছর পর পর কাছে আসলেও কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় গ্রহ দুটির দূরত্বে তারতম্য হয়।

১৬ বছর পর পৃথিবী মঙ্গল ও সূর্যের মাঝে এসে একই সরলরেখায় থাকে, এতে গ্রহটি আরো উজ্জ্বল দেখায়। মঙ্গলগ্রহের পৃথিবীর কাছে আসা এবং একই সরলরেখায় থাকা দুটি একইসঙ্গে ঘটবে ১৪ অক্টোবর। এদিন সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে আর পূর্ব দিকে মঙ্গল উঠবে ৬টা ২৯মিনিটে। যা ভোর পর্যন্ত দেখা যাবে।

মঙ্গল পূর্ব থেকে পশ্চিমে যাবে দক্ষিণ দিকে হেলে। এর তিন দিন পর অমাবস্যা। এ জন্য মঙ্গলগ্রহ পর্যবেক্ষণের সব চেয়ে ভালো দিন ১৭ অক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়