শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের আকাশে ১৬ বছর পর উজ্জ্বল মঙ্গলগ্রহ

ডেস্ক রিপোর্ট: দেশের আকাশ থেকে একেবারে স্পষ্ট দেখা মিলবে মঙ্গলগ্রহ। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে এ মাসের শেষ পর্যন্ত মঙ্গলগ্রহ অনেক উজ্জ্বল দেখা যাবে। গত ১৬ বছরেও এতটা উজ্জল কখনো দেখা যায়নি ‘লাল’ গ্রহকে।

আগামী ৬ ও ৭ অক্টোবর মঙ্গল পৃথিবী থেকে ৬ কোটি ২০ লাখ ৭০ হাজার কিলোমিটার দূরে থাকবে। যদিও ২০১৮ সালে মঙ্গল ৫ কোটি ৭৬ লাখ এবং ২০০৩ সালে ৫ কোটি ৫৭ লাখ কিলোমিটার দূরে ছিল। কিন্তু খুব বেশি উজ্জ্বল দেখা যায়নি সেই সময়ে।

অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন জানিয়েছে, প্রতি দুই বছর পর মঙ্গল পৃথিবীর কাছাকাছি আসে; যেহেতু পৃথিবী ১২ মাসে আর মঙ্গল ২৬ মাসে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু দু’বছর পর পর কাছে আসলেও কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় গ্রহ দুটির দূরত্বে তারতম্য হয়।

১৬ বছর পর পৃথিবী মঙ্গল ও সূর্যের মাঝে এসে একই সরলরেখায় থাকে, এতে গ্রহটি আরো উজ্জ্বল দেখায়। মঙ্গলগ্রহের পৃথিবীর কাছে আসা এবং একই সরলরেখায় থাকা দুটি একইসঙ্গে ঘটবে ১৪ অক্টোবর। এদিন সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে আর পূর্ব দিকে মঙ্গল উঠবে ৬টা ২৯মিনিটে। যা ভোর পর্যন্ত দেখা যাবে।

মঙ্গল পূর্ব থেকে পশ্চিমে যাবে দক্ষিণ দিকে হেলে। এর তিন দিন পর অমাবস্যা। এ জন্য মঙ্গলগ্রহ পর্যবেক্ষণের সব চেয়ে ভালো দিন ১৭ অক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়