শিরোনাম
◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের?

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের আকাশে ১৬ বছর পর উজ্জ্বল মঙ্গলগ্রহ

ডেস্ক রিপোর্ট: দেশের আকাশ থেকে একেবারে স্পষ্ট দেখা মিলবে মঙ্গলগ্রহ। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে এ মাসের শেষ পর্যন্ত মঙ্গলগ্রহ অনেক উজ্জ্বল দেখা যাবে। গত ১৬ বছরেও এতটা উজ্জল কখনো দেখা যায়নি ‘লাল’ গ্রহকে।

আগামী ৬ ও ৭ অক্টোবর মঙ্গল পৃথিবী থেকে ৬ কোটি ২০ লাখ ৭০ হাজার কিলোমিটার দূরে থাকবে। যদিও ২০১৮ সালে মঙ্গল ৫ কোটি ৭৬ লাখ এবং ২০০৩ সালে ৫ কোটি ৫৭ লাখ কিলোমিটার দূরে ছিল। কিন্তু খুব বেশি উজ্জ্বল দেখা যায়নি সেই সময়ে।

অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন জানিয়েছে, প্রতি দুই বছর পর মঙ্গল পৃথিবীর কাছাকাছি আসে; যেহেতু পৃথিবী ১২ মাসে আর মঙ্গল ২৬ মাসে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু দু’বছর পর পর কাছে আসলেও কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় গ্রহ দুটির দূরত্বে তারতম্য হয়।

১৬ বছর পর পৃথিবী মঙ্গল ও সূর্যের মাঝে এসে একই সরলরেখায় থাকে, এতে গ্রহটি আরো উজ্জ্বল দেখায়। মঙ্গলগ্রহের পৃথিবীর কাছে আসা এবং একই সরলরেখায় থাকা দুটি একইসঙ্গে ঘটবে ১৪ অক্টোবর। এদিন সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে আর পূর্ব দিকে মঙ্গল উঠবে ৬টা ২৯মিনিটে। যা ভোর পর্যন্ত দেখা যাবে।

মঙ্গল পূর্ব থেকে পশ্চিমে যাবে দক্ষিণ দিকে হেলে। এর তিন দিন পর অমাবস্যা। এ জন্য মঙ্গলগ্রহ পর্যবেক্ষণের সব চেয়ে ভালো দিন ১৭ অক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়