রেজাউল করিম: [২] মানুষের সেবা করার সুযোগ পেলে আধুনিক বাসযোগ্য মডেল পৌরসভা গড়ে তুলবে বলে অঙ্গগীকার ব্যক্ত করেছেন সাবেক বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা।
[৩] শনিবার বিকালে বেলকুচি পৌর এলাকার সাতরাস্তা ঈদগাহ মাঠে আসন্ন পৌরসভা উপলক্ষে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।
[৩] তিনি বলেন, বেলকুচি পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বেলকুচি পৌরবাসী। নানা অনিয়ম দুর্নীতি ও অদক্ষতার কারণে বেলকুচি পৌরসভা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাকে পৌরবাসী সুযোগ দিলে পরিকল্পিত ভাবে উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সাথে পরিচালিত করবো। বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলার জননেত্রী শেখ হাসিনার স্বপ্নীল স্বপ্ন বাস্তবায়নে বেলকুচি পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।
[৪] তিনি আরও বলেন, নির্বাচনের সময় প্রার্থীরা জনগনকে প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করার ইতিপূর্বের সংস্কৃতি বদলে দিতে চাই, কথায় নয় কাজ করে দেখিয়ে দিতে চাই বেলকুচি পৌরবাসভার আপামর জনসাধারণকে, তিনি তার বক্তৃতায় এসব কথা বলেন। সম্পাদনা: জেরিন আহমেদ