শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানিকের

রাহুল রাজ : [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হোটেল সোনারগাঁওয়ে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলেছে বাফুফের নির্বাচন। সভাপতি পদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কাজী সালাহ্উদ্দিন, শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।

[৩] স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করছেন মানিক। তার কোনো এজেন্ট নেই। ভোট গণনার সময় নিজেই উপস্থিত থাকতে চেয়েছিলেন। কিন্তু তাকে ভোট গণনার রুম থেকে তাকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

[৪] সেখান থেকে বের হয়ে মানিক অভিযোগ করেন, আমার কোনো এজেন্ট নেই। ভোট গণনার রুমে আমি নিজেই থাকতে চেয়েছিলাম কিন্তু আমাকে থাকতে দেয়া হয়নি অথচ সেখানে উপস্থিত ছিলেন আরেক সভাপতি প্রার্থী কাজী সালাহ্উদ্দিন।

[৫] মানিক আরো বলেন, আচরণবিধিতে আছে ভোটগ্রহণ এবং ভোট গণনার আগ মুহূর্ত পর্যন্ত কোনো প্রার্থী ওই রুমে থাকতে পারবে না। কিন্তু ভোট গণনার সময় কোন প্রার্থী উপস্থিত থাকতে পারবেন কিনা সেই বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যেহেতু আমার কোনো এজেন্ট নেই আমি স্বতন্ত্র প্রার্থী এজন্য আমি সেখানে থাকতে পারি যেমনটা অন্যান্য অনেক প্রার্থী আছে কিন্তু আমাকে থাকতে দেওয়া হয়নি। বাফুফের বেতনভুক্ত কর্মচারীরা আমাকে বের করে দিয়েছে।

[৬] নির্বাচন প্রক্রিয়া শেষে লিখিতভাবে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন মানিক। তবে নির্বাচনের ফল মেনে নেবেন কি না তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

[৭] এদিকে এবারের নির্বাচনে মানিক পেয়েছেন মাত্র ১ ভোট। অপরদিকে চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচিত হওয়া সালাহ্উদ্দিন পেয়েছেন ৯৪ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা বাদল রায়ের বাক্সে পড়েছে মাত্র ৪০ ভোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়