নিজস্ব প্রতিবেদক: [২] বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্বাচন চালকালীন সময়ে ভোটকেন্দ্রের বাইরে চলছে মানবন্ধন। কমিটির বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে চলছে এ মানবন্ধন। চতুর্থবারের মতো সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন কাজী সালাউদ্দিন।
[৩] এবারের নির্বাচন শুরু আগে থেকে সোশ্যাল মিডিয়ায় অনেককেই সালাউদ্দিনের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও বাফুফের পেজে তারা সালাউদ্দিন বিরোধী নানা পোস্ট ও কমেন্ট করেন তারা। এসব পোস্ট ও স্ট্যাটাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেয় বাফুফে।
[৪] উল্লেখ্য, রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দুপুর ২টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৩৯ জন ভোটারের ভোটে চূড়ান্ত হবে সভাপতিসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। যাদের হাতে আগামী চার বছর থাকবে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব।