শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে ট্রাম্পকে নির্বাচনে চরম মূল্য দিতে হবে বলছেন মার্কিন বিশ্লেষকরা

রাশিদুল ইসলাম : [২] জেরুজালেম পোস্টের এ প্রতিবেদনে বলা হচ্ছে মার্কিন রাজনীতিবিদ ও পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা মনে করছেন কোভিডে আক্রান্ত হওয়ার পর এ ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতা নিয়ে বরং আরো বেশি অভিযোগ উঠবে। সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের সিনিয়র গবেষক অধ্যাপক আইতান গিলবোয়া বলেন মাত্র ১০ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। ২০১৬ সালের নির্বাচনে এ হার ছিল ২০ শতাংশ।

[৩] ট্রাম্প যখন হাসপাতালে তখন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এখন আরো জোর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে যেসব রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা রয়েছে তাদের মধ্যে। অধ্যাপক গিলবো বলছেন এমনিতে ৫২ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন ট্রাম্প প্রশাসন কোভিড পরিস্থিতি মোকাবেলায় করেছেন দুর্বলভাবে। গত আগস্টে পিউ রিসার্চের জরিপে এমন তথ্য দেয়া হয়। গিলবো বলেন, কোভিড ভাইরাসকে প্রথম থেকেই ট্রাম্প পাত্তা দেননি। দোষারোপ করেছেন চীনকে, মিডিয়াকে, ডেমোক্রেটদের এমনকি সবাইকে।

[৪] কোভিড মোকাবেলায় ট্রাম্প দায়িত্ব নিতে চাননি। বরং বলেছেন আমি সবসময় কোভিড পরিস্থিতিকে এড়িয়ে যেতে চেয়েছি। যা তিনি সাংবাতিক বব উডওয়ার্ডের কাছেও স্বীকার করেছেন। ট্রাম্পের অসুস্থতাই তার এসব ভুলকে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে।

[৫] যুক্তরাষ্ট্রের বিভিন্ন গভর্নর ও মেয়ররা লকডাউন আরোপ করতে চেয়েছেন তখন ট্রাম্প এর বিরোধিতা করেছেন। বলেছেন মার্কিন অর্থনীতি রসাতলে যাবে। মিশিগান, লস এ্যাঞ্জেলস, অরেগনসহ বিভিন্ন রাজ্যে তার সমর্থকদের লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভের হুমকি পর্যন্ত দিয়েছেন।

[৬] ট্রাম্পের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি তার মূল্যবান প্রচারভিযানকে হরণ করছে। পূর্ণ উদ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে ট্রাম্পের এখন ঝাঁপিয়ে পড়ার সময়। এর ফলে ট্রাম্পের সমর্থকরা হতোদ্যম হতে বাধ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়