ডেস্ক রিপোর্ট : বর্ষাকাল মানেই সাপের উৎপাত৷ সর্পদংশনের ঘটনাও এই সময়ই বেশি হয়৷ পরিসংখ্যান বলছে, আমাদের দেশে প্রতিবছর সাপের কামড়ে প্রায় ৪০ হাজার মানুষের প্রাণ যায়। বেসরকারি হিসেবে সেই সংখ্যা বেশি বই কম নয়।
https://www.facebook.com/vijay.mantha.14/videos/177060746618000/
এমন একটি ভয়ংকর বিষধর সাপ কেউটে। যার নাম শুনলে চমকে ওঠে মানুষ। এই সাপ ফণাধর ও নার্ভবিষযুক্ত। এদের ফ’ণার পিছনে থাকে পদ্মচিহ্ন ৷ এদের স্থানীয় নাম আলকেউটে, কালকেউটে, শামুকভাঙা৷ এদের বি’ষের মা”রণডো’জ ১৫ মিলিগ্রাম৷
বেশ কিছুদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি কেউটে সা’প কে জনৈক বনদপ্তর আধিকারিক হাতে ধরে জলপান করাচ্ছেন।
দুধ কলা দিয়ে কালসা’প পোষার মত বেশ কিছু প্রবাদ বাক্য শোনাও গেলেও তা যে বাস্তবেও সম্ভব এই ভিডিও দেখলেই বোঝা যায়। তবে দুধ কলা নয় বরং জল দিয়ে কেউটে সা’পের তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করেছেন ওই বনদপ্তর আধিকারিক।
প্রাথমিকভাবে বিষয়টি অবি’শ্বাস্যকর হলেও ভিডিওটি নিজের চোখে দেখলে বিশ্বাস করতে আপনি বাধ্য। একজন আইএএস অফিসার আওয়ানিস সরণ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেন।
তিনি লিখেছেন, এই ধরনের ভিডিও আগে কেউ কোনদিন দেখেননি। ভিডিওটি শুরু হতেই দেখা গেছে, এক বনদপ্তরের আধিকারিক জলের বোতল নিয়ে এগিয়ে গিয়েছেন একটি ফ’ণা তুলে দাঁড়িয়ে থাকা কেউটে সা’পের দিকে।
জলের বোতলটি সা’পটির মুখের সামনে নিয়ে যেতেই সে জলের বোতল থেকে জল খেয়ে নিচ্ছে সা’পটি। যদিও এমন কাজ একজন প্রশিক্ষণপ্রাপ্ত উপযুক্ত ব্যক্তি ছাড়াও সাধারণ মানুষের পক্ষে করা একেবারেই অসম্ভব।
ভিডিওটি কয়েক মাস আগের, কিন্তু পুনরায় সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলল এই অ’দ্ভূত দৃশ্য। ঘটনাটি যেমনই ভ’য়’ঙ্কর তেমনই দুঃ’সাহসিক ও বটে। ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই অবাক হয়েছেন।