শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অস্ত্র-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার ৪ নম্বর রোডের ১০৯ নম্বর বাড়ির তিন তলা ৩য় তলায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারী মো. সাইফুল ইসলাম (৪৮), তার দুই সহযোগী মো. হানিফ (৩৭) ও মো. মনির হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। সাইফুলের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও ৬৪ পিস ইয়াবা, নগদ এক লাখ ৮ হাজার ৫৪২ টাকা এবং ৯টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সাইফুল এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারি। তিনি নিজে ‘এসআই এন্টারপ্রাইজ’ নামক একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান খুলে তার আড়ালে সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। সাইফুলের ভয়ে ভূক্তভোগীরা মুখ খোলার সাহস পেতেন না। তাদের আইনের আওতায় আনতে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যে জনা যায়, সাইফুল সহযোগীদের নিয়ে মোহাম্মদীয়া হাউজিং এলাকায় মাদক কেনাবেচার জন্য মিলিত হয়েছে। ওই তথ্যে ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে সাইফুল র‌্যাবকে জানিয়েছেন, তার দখলে ও হেফাজতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মাদক ক্রয় বিক্রির জন্য ব্যবহার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও আশপাশের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়