শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অস্ত্র-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার ৪ নম্বর রোডের ১০৯ নম্বর বাড়ির তিন তলা ৩য় তলায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারী মো. সাইফুল ইসলাম (৪৮), তার দুই সহযোগী মো. হানিফ (৩৭) ও মো. মনির হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। সাইফুলের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও ৬৪ পিস ইয়াবা, নগদ এক লাখ ৮ হাজার ৫৪২ টাকা এবং ৯টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সাইফুল এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারি। তিনি নিজে ‘এসআই এন্টারপ্রাইজ’ নামক একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান খুলে তার আড়ালে সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। সাইফুলের ভয়ে ভূক্তভোগীরা মুখ খোলার সাহস পেতেন না। তাদের আইনের আওতায় আনতে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যে জনা যায়, সাইফুল সহযোগীদের নিয়ে মোহাম্মদীয়া হাউজিং এলাকায় মাদক কেনাবেচার জন্য মিলিত হয়েছে। ওই তথ্যে ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে সাইফুল র‌্যাবকে জানিয়েছেন, তার দখলে ও হেফাজতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মাদক ক্রয় বিক্রির জন্য ব্যবহার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও আশপাশের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়