শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: আসলেই দেশটা গবেষণায় এখনো পৃথিবী থেকে অযুত লক্ষ নিযুত কোটি আলোকবর্ষ দূরে

কামরুল হাসান মামুন: এক সময় ছিল যখন প্রতিটি ভালো বিশ্ববিদ্যালয়ই প্রিপ্রিন্ট manually archived করত। প্রতিটি বিভাগে একটি ডেডিকেটেড কমিটি থাকতো যাদের দায়িত্ব থাকতো প্রতিটি সাবমিটেড আর্টিকেলের প্রি-প্রিন্ট নম্বর প্রদান ও আর্টিকেলটি গবেষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যেশ্যে ডিসপ্লে করা। এরপর ১৯৯১ সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ পল জিন্সপ্যার্গ ফাউন্ডেড ইলেকট্রনিক প্রি-প্রিন্টস। বর্তমানে এটি পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর যেমন কনডেন্সড ম্যাটার ফিজিক্স, এস্ট্রোফিজিক্স, পার্টিক্যাল ফিজিক্স ইত্যাদিসহ কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিষয়ের গবেষণাপত্র arXiv করা হয়।

আমি যখনই আমার গবেষণা বিষয়ে কোন আর্টিকেল লিখি সেটা প্রকাশের জন্য কোন জার্নালে প্রকাশের আগে এই arXiv-এর appropriate সেকশনে সাবমিট করি। এখানে কোন আর্টিকেল পিয়ার রিভিউর ব্যবস্থা নেই তবে সাবমিট করার কিছু নিয়ম কানুন আছে। যেমন নতুন কেউ এখানে সাবমিট করার আগে এখানে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য অথরদের একজনকে কোন রেজিস্টার্ড অথরের এনডোর্সমেন্ট নিতে হবে। প্রশ্ন হলো কেন আমরা জার্নালে প্রকাশের আগে এখানে সাবমিট করি? এটা এই জন্যই করা হয় যেন এই কাজটি যে এখন আমার কাজ সেটা জানান দেওয়া এবং কাজটির dissemination এর জন্য। আমার প্রায় সবগুলো আর্টিকেলই এই arXiv-এ আছে।

শুনলাম বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে ‘সক্ষম’ বলে জানিয়েছে মার্কিন মেডিকেল জার্নাল বায়োআর্কাইভ। বুধবার নিজেদের বায়োআর্কাইভ মেডিকেল জার্নালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ও really? শুনেতো আমি হাসবো না কাঁদবো? ওরা ভ্যাকসিন আবিষ্কার করলে আমি হবো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন। কিন্তু যারা জার্নাল এবং প্রি-প্রিন্টের মধ্যে পার্থক্য বুঝে না তাদের কাছ থেকে কি এত বড় আবিস্কার আশা করা বলদামি না? "বায়োআর্কাইভ" কোন পিয়ার রেভিউড আর্টিকেলের জার্নাল প্রকাশক না। এইটা একটি ওপেন এক্সেস প্রিপ্ৰিন্ট আর্চিইভ।

আসলেই এই দেশটা যে গবেষণায় এখনো পৃথিবী থেকে অযুত লক্ষ নিযুত কোটি আলোকবর্ষ দূরে তা এ থেকেই প্রমাণিত। এইরকম একটি নোবেল কাজে, এইরকম একটি প্যান্ডেমিক সিচুয়েশনে এইকটু সততা আশা করা কি খুবই বেশি আশা? এইজন্যই ভ্যাকসিন আবিষ্কারের লাইনে থাকলে বিশ্বে যেইরকম সারা পরার কথা সেইরকম পরছে না। বিশ্ব মিডিয়ার কেউ তাদের ক্লেইমকে পাত্তাই দিচ্ছে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়