রাজবাড়ী প্রতিনিধিঃ [২] রাজবাড়ীতে দীর্ঘ ১যুগ অবৈধ দখলে রাখা রাজবাড়ী পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির মিতালী নামের ফার্নিচারের দোকান ঘর ভেঙে দিয়েছে আদালত।
[৩] বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশের সহযোগিতায় ফার্নিচারের ব্যবসার দোকান ঘর উচ্ছেদ পরিচালনা করেন জর্জ কোর্টের নাজির শ্যামল কুমার রায়।
[৪] জানা যায়, রাজবাড়ীর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃশফিকুল হোসেন শফি তার বোনের জমি অবৈধ দখল করে দীর্ঘ ১যুগ দখলে থাকা ফার্নিচারে ব্যবসা পরিচালনা করে আসছিল।
[৫] তার ভাগ্নে মোঃ মাসুদুর রহমান মাসুদ জমি ভোগ দখলের স্বার্থে মায়ের ওয়ারিশ সূত্রে ১০ শতাংশ ২৯লিং জমি অবৈধ দখলমুক্ত করার জন্য ২০০৮ সালে রাজবাড়ী জর্জ কোর্টে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মাসুদুর রহমানের পক্ষে কোর্ট রায় ঘোষনা করেন। পরে উচ্চ আদালতে হাইকোর্টে এই রায়ের আপিল করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি।
[৬] উচ্চ আদালত তাদের কার্যক্রম সম্পন্ন করে নিম্ন আদালতের রায় বহাল রাখলে বাদী মাসুদুর রহমান মাসুদ ২০১৭ সালে জারি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে আজ আদালতে দুপুরে অবৈধ দখলে থাকা শফির মিতালী ফার্নিচার দোকানটি ভেকুদিয়ে ভেঙে গুড়িয়ে ফেলে দিয়ে লাল নিশানা উড়িয়ে দেন।
[৭] এ বিষয়ে শফিকুল ইসলাম শফির স্ত্রী জেলা মহিলালীগের যুগ্ন সম্পাদক হাসিনা বেগম বলেন, যারা উচ্ছেদ করতে এসেছে তারা অবশ্যই আদালতের নির্দেশে এসেছে। কিন্তু দু:খের বিষয় উচ্ছেদের আগে আমাদেরকে কোন প্রকার নোটিশ দেওয়া হয়নি বা আমরা পাইনি।
[৮] এ জমির মামলার বাদী মো: মাসুদুর রহমান মাসুদ আরো বলেন, দীর্ঘ ১২ বছর পর আমার মায়ের ওয়ারিশভুক্ত জমি আমরা আজ কোর্টের মাধ্যমে আমাকে বুঝে পেয়েছি। এজন্য আমি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছ।