চপল রায়: [২] ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আটক করে পোড়ানো হয়েছে। বৃহস্পতিবার মেঘনা নদীতে কয়েক ঘন্টার অভিযানে এ বিপুল সংখ্যক জাল আটক করা হয়।
[৩] কোস্টগার্ডের তজুমদ্দিন আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশীদ (পি. ও) এর নেতৃত্বে তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীর সোনার চর, চর মোজাম্মেল, চর লাদেন, চর কাঞ্চন ও বাসনভাঙার চর এলাকায় অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা।
[৪] সাড়াশি অভিযানে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করে নদীতে মাছ ধরায় শৃঙ্খলা ফেরাতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। এতে উপকৃত হচ্ছেন প্রান্তিক জেলেরা। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশীদ। সম্পাদনা: সাদেক আলী