শিরোনাম
◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমানা বৈশাখী: ভালোবাসা খুবই দুর্বল একটা শক্তি

রুমানা বৈশাখী: বয়স ত্রিশের আগ পর্যন্ত আমার ধারণা ছিল-
মানুষের জীবন জটিল হয় তার নিজের দোষে। কেউ চাইলেই নিজের জীবন সহজ আর ঝামেলামুক্ত রাখতে পারে। বোবার শত্রু নাই এবং ভালোবাসায় জয় করা যায় না এমন কোন পাহাড় নাই!

বয়স পঁয়ত্রিশ পার হবার পর আমি এখন জানি-

-মাঝে মাঝে শত চেষ্টা করেও জীবন সহজ রাখা যায় না। কোনভাবেই না। আপনি যতই জীবন সহজ রাখার চেষ্টা করেন না কেন, কিছু মানুষ সেটা কখনোই হতে দিবে না। আপনার জীবন কেন সরল- কেবল এই অপরাধেই তারা আপনার জীবন জটিল করতে আসবে।

- বোবার শত্রু নাই...এইটা বিশাল বড় এক মিথ্যা কথা!

- বেঁচে থাকা ব্যাপারটা অসহনীয় করে দেয়ার জন্য আমাদের দেশে সমাজ ও রাষ্ট্র নামের জিনিস দুইটাই যথেষ্ট।

- ঝামেলা করতে না জানলে এই পৃথিবীতে আপনি সারভাইভ করতে পারবেন না এখন আর। হয় ঝামেলা করতে জানতে হবে, আক্রমণ করতে পারতে হবে। নতুবা মুখ বুজে মার খেতে হবে, কম্পলেইন করা যাবে না!

- এক জীবনে অসংখ্য মানুষের প্রতারণা, পাপ আর স্টুপিডিটির মাসুল আপনাকে দিতে হবে। আপনার কোন দোষ ছিল না। আর ছিল না বলেই সব মাসুল আপনার ঘাড়ে এসে পড়বে। (যখন সত্যি দোষ করবেন, তখন কীভাবে যেন পার পেয়ে যাবেন)

- না, চিতকার দিয়ে গলা ফাটিয়ে ফেললেও আসলে কাউকে নিজের মনের কথা বোঝানো যায় না। তা সে যতই কাছের মানুষ হোক না কেন। মানুষ তাই বুঝবে যা সে বুঝতে চায়, তাই বিশ্বাস করবে যা সে করতে চায়। আপনি যাই বলেন, সেটায় আসলে কিছু যায় আসে না।

- মানুষ কখনোই কাউকে ১০০ ভাগ ভালোবাসে না কিংবা ১০০ ভাগ বিশ্বাস করে না।

এবং...

ভালোবাসা খুবই দুর্বল একটা শক্তি। এটা দিয়ে প্রায় কিছুই করা যায় না। এবং ভালোবাসা কেবল ততক্ষণ সুন্দর, যতক্ষণ স্বার্থে আঘাত না লাগে!

জীবন যন্ত্রণাময়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়