শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমানা বৈশাখী: ভালোবাসা খুবই দুর্বল একটা শক্তি

রুমানা বৈশাখী: বয়স ত্রিশের আগ পর্যন্ত আমার ধারণা ছিল-
মানুষের জীবন জটিল হয় তার নিজের দোষে। কেউ চাইলেই নিজের জীবন সহজ আর ঝামেলামুক্ত রাখতে পারে। বোবার শত্রু নাই এবং ভালোবাসায় জয় করা যায় না এমন কোন পাহাড় নাই!

বয়স পঁয়ত্রিশ পার হবার পর আমি এখন জানি-

-মাঝে মাঝে শত চেষ্টা করেও জীবন সহজ রাখা যায় না। কোনভাবেই না। আপনি যতই জীবন সহজ রাখার চেষ্টা করেন না কেন, কিছু মানুষ সেটা কখনোই হতে দিবে না। আপনার জীবন কেন সরল- কেবল এই অপরাধেই তারা আপনার জীবন জটিল করতে আসবে।

- বোবার শত্রু নাই...এইটা বিশাল বড় এক মিথ্যা কথা!

- বেঁচে থাকা ব্যাপারটা অসহনীয় করে দেয়ার জন্য আমাদের দেশে সমাজ ও রাষ্ট্র নামের জিনিস দুইটাই যথেষ্ট।

- ঝামেলা করতে না জানলে এই পৃথিবীতে আপনি সারভাইভ করতে পারবেন না এখন আর। হয় ঝামেলা করতে জানতে হবে, আক্রমণ করতে পারতে হবে। নতুবা মুখ বুজে মার খেতে হবে, কম্পলেইন করা যাবে না!

- এক জীবনে অসংখ্য মানুষের প্রতারণা, পাপ আর স্টুপিডিটির মাসুল আপনাকে দিতে হবে। আপনার কোন দোষ ছিল না। আর ছিল না বলেই সব মাসুল আপনার ঘাড়ে এসে পড়বে। (যখন সত্যি দোষ করবেন, তখন কীভাবে যেন পার পেয়ে যাবেন)

- না, চিতকার দিয়ে গলা ফাটিয়ে ফেললেও আসলে কাউকে নিজের মনের কথা বোঝানো যায় না। তা সে যতই কাছের মানুষ হোক না কেন। মানুষ তাই বুঝবে যা সে বুঝতে চায়, তাই বিশ্বাস করবে যা সে করতে চায়। আপনি যাই বলেন, সেটায় আসলে কিছু যায় আসে না।

- মানুষ কখনোই কাউকে ১০০ ভাগ ভালোবাসে না কিংবা ১০০ ভাগ বিশ্বাস করে না।

এবং...

ভালোবাসা খুবই দুর্বল একটা শক্তি। এটা দিয়ে প্রায় কিছুই করা যায় না। এবং ভালোবাসা কেবল ততক্ষণ সুন্দর, যতক্ষণ স্বার্থে আঘাত না লাগে!

জীবন যন্ত্রণাময়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়