শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমানা বৈশাখী: ভালোবাসা খুবই দুর্বল একটা শক্তি

রুমানা বৈশাখী: বয়স ত্রিশের আগ পর্যন্ত আমার ধারণা ছিল-
মানুষের জীবন জটিল হয় তার নিজের দোষে। কেউ চাইলেই নিজের জীবন সহজ আর ঝামেলামুক্ত রাখতে পারে। বোবার শত্রু নাই এবং ভালোবাসায় জয় করা যায় না এমন কোন পাহাড় নাই!

বয়স পঁয়ত্রিশ পার হবার পর আমি এখন জানি-

-মাঝে মাঝে শত চেষ্টা করেও জীবন সহজ রাখা যায় না। কোনভাবেই না। আপনি যতই জীবন সহজ রাখার চেষ্টা করেন না কেন, কিছু মানুষ সেটা কখনোই হতে দিবে না। আপনার জীবন কেন সরল- কেবল এই অপরাধেই তারা আপনার জীবন জটিল করতে আসবে।

- বোবার শত্রু নাই...এইটা বিশাল বড় এক মিথ্যা কথা!

- বেঁচে থাকা ব্যাপারটা অসহনীয় করে দেয়ার জন্য আমাদের দেশে সমাজ ও রাষ্ট্র নামের জিনিস দুইটাই যথেষ্ট।

- ঝামেলা করতে না জানলে এই পৃথিবীতে আপনি সারভাইভ করতে পারবেন না এখন আর। হয় ঝামেলা করতে জানতে হবে, আক্রমণ করতে পারতে হবে। নতুবা মুখ বুজে মার খেতে হবে, কম্পলেইন করা যাবে না!

- এক জীবনে অসংখ্য মানুষের প্রতারণা, পাপ আর স্টুপিডিটির মাসুল আপনাকে দিতে হবে। আপনার কোন দোষ ছিল না। আর ছিল না বলেই সব মাসুল আপনার ঘাড়ে এসে পড়বে। (যখন সত্যি দোষ করবেন, তখন কীভাবে যেন পার পেয়ে যাবেন)

- না, চিতকার দিয়ে গলা ফাটিয়ে ফেললেও আসলে কাউকে নিজের মনের কথা বোঝানো যায় না। তা সে যতই কাছের মানুষ হোক না কেন। মানুষ তাই বুঝবে যা সে বুঝতে চায়, তাই বিশ্বাস করবে যা সে করতে চায়। আপনি যাই বলেন, সেটায় আসলে কিছু যায় আসে না।

- মানুষ কখনোই কাউকে ১০০ ভাগ ভালোবাসে না কিংবা ১০০ ভাগ বিশ্বাস করে না।

এবং...

ভালোবাসা খুবই দুর্বল একটা শক্তি। এটা দিয়ে প্রায় কিছুই করা যায় না। এবং ভালোবাসা কেবল ততক্ষণ সুন্দর, যতক্ষণ স্বার্থে আঘাত না লাগে!

জীবন যন্ত্রণাময়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়