শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ৩ জঙ্গি সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সানোয়ার আলম ওরফে সানোয়ার ওরফে সানাউর রহমান ওরফে পল্লব ওরফে নূর আলম জনি (৩৬), মো. শাহ আলম আব্দুল্লাহ ওরফে আব্দুল্লাহ ওরফে একরামা (৪৩) এবং মো. এনামুল হক ওরফে নোবেল ওরফে সুমাব ওরফে লিটন বি (৩৮)। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এইচ এম আরেফিন পারভেজের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় অভিযান চালিয়ে আনসার-আল ইসলামের ওই তিন শীর্ষ সদস্যদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, এর আগে ১০ ও ১৬ সেপ্টেম্বর আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা হলেন- অমিত হোসাইন ওরফে অ্যাকশন ওয়ার, আল আমিন ওরফে তারিক, শিহাব উদ্দিন ও মানিকুজ্জামান ওরফে সাইকেল ম্যান, আবু সায়েম ওরফে সিফাত। তাদের দেয়া তথ্যে মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা দুই মাস আগে বাড়ি থেকে বের হয়। প্রত্যেকে নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ বা দিতো। গ্রেফতারকৃতরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী বই ও প্রচারপত্র নিজেদের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত ছিল। তাদের সঙ্গে থাকা ইলেক্ট্রনিক্স গেজেট থেকে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব-২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়