লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১০৬টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৭৯ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৩১ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন। মোট মারা গেছেন ৫২১৯ জন।
[৩] মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫১৯৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৭৫ দশমিক ৬০ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
[৪] গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ জনপুরুষ ও মহিলা ৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৫ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে একজনের। এপর্যন্ত পুরুষ ৪,০৩৯ ও মহিলা ১,১৮০ জন মারা গেছেন। শতকরা মৃত্যুর হার পুরুষ ৭৭ দশমিক ৩৯ শতাংশ ও মহিলা ২২ দশমিক ২১ শতাংশ।
[৫] ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৬ জন, চট্টগ্রামের পাঁচ জন, রাজশাহীর একজন, খুলনার দুইজন এবং সিলেট বিভাগের ছিলেন দুইজন।