শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘করোনা নিয়ে ভুয়া তথ্য বিশ্বাস করছেন ট্রাম্প’, উদ্বেগ প্রকাশ করলেন ফাউচি

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের মহামারী বিশেষজ্ঞ ড.অ্যান্থনি ফাউচি স্থানীয় সময় সোমবার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘প্রতিদিন করোনায় ৪০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্র কোনোভাবেই ভালো অবস্থায় নেই। নভেম্বর-ডিসেম্বরে এই হার আরো বাড়বে, আরো প্রাণহানি হতে পারে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা নিয়ে বিবেচনা বর্হিভূত বা পুরোপুরি ভুল তথ্যগুলোই গ্রহণ করছেন। আমি খুবই উদ্বিগ্ন।’ সিএনএন/ ফোর্বস/আল জাজিরা

[৩]এই সময় ফাউচি জানান তিনি এবং ডাক্তার দেবোরা বার্ড সিডিসির প্রধান ডাক্তার রবার্ট রেডফিল্ডসহ অন্যান্য জনস্বাস্থ্য কর্মকর্তা হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্সের এক সদস্য ড.স্কট আটলাসের সঙ্গে কিছু ইস্যুতে দ্বিমত পোষণ করছেন।

[৪]রক্ষণশীল স্বাস্থ্য নীতি বিশারদ আটলাস মাস্ক ব্যবহার সহ কিছু ইস্যুতে তাদের সঙ্গে সম্মত নন। গত আগস্টে আটলাসকে এখানে নিয়োগ দেয়া হয়। তার মহামারীর বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। আটলাসকে মাস্ক পরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন, ভাইরাসকে ছড়াতে দিলেই হার্ড ইমিউনিটি অর্জন করা যাবে।

[৫]সম্প্রতি ট্রাম্প টাস্কফোর্সের অন্য সদস্যদের চেয়ে আটলাসের ওপর বেশি নির্ভর করছেন। যিনি কি না মহামারীরর বৈজ্ঞানিক তত্ত্বকে ট্রাম্পের মতোই পাত্তা দিচ্ছেন না।

[৬]বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার মধ্যেই নতুন করে সংক্রমণ বেড়েছে। বিশ্বের ২৭টি দেশে ও ৫০টি অঞ্চলে গত দুই সপ্তাহ থেকে সংক্রমণের মাত্রা বেড়েছে। গত ৭ দিনে ৩ লাখ ১৬ হাজার আক্রান্ত হয়েছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়