শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাল রেখা’ অতিক্রম করলে ব্যবস্থা—আমিরাতকে কঠোর সতর্কতা সৌদি আরবের

ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের উস্কানিমূলক কর্মকাণ্ড সৌদি আরবের জাতীয় নিরাপত্তার জন্য একটি 'লাল রেখা' বলে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে হুমকি মোকাবেলা করার জন্য সৌদি আরব প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না বলে জানানো হয়েছে।

আল অ্যারাবিয়া জানিয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং দেশ (কিংডম) এই ধরনের যে কোনো হুমকি মোকাবেলা ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।'

রয়টার্স বলছে, এই সতর্কীকরণটি আমিরাতের বিরুদ্ধে সৌদির সবচেয়ে জোরালো ভাষার বিবৃতি। কারণ সংযুক্ত আরব আমিরাত ইয়েমানি দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সহায়তা দিচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আজ ইয়েমেনের মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে দুটি জাহাজে করে পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে 'সীমিত' বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আগত দুটি জাহাজ ২৭-২৮ ডিসেম্বর জোটের যৌথ বাহিনী কমান্ডের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। পূর্বাঞ্চলীয় হাদরামাউত এবং মাহরা প্রদেশে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীকে সমর্থন করার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র এবং যুদ্ধযান নামানো হয়। এরপর জোটের বিমান বাহিনী আজ সকালে আনলোড করা অস্ত্র এবং যুদ্ধ যানগুলোকে লক্ষ্য করে সীমিত সামরিক অভিযান পরিচালনা করেছে।

এরপর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, 'সৌদি আরব ভ্রাতৃপ্রতিম সংযুক্ত আরব আমিরাতের গৃহীত পদক্ষেপে হতাশা প্রকাশ করছে- দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের বাহিনীকে হাদরামাউত এবং আল-মাহারা প্রদেশে রাজ্যের দক্ষিণ সীমান্তে সামরিক অভিযান পরিচালনার জন্য চাপ দিচ্ছে, যা দেশের জাতীয় নিরাপত্তা এবং ইয়েমেন প্রজাতন্ত্র ও অঞ্চলের নিরাপত্তা-স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'সংযুক্ত আরব আমিরাতের গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত, ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারের জন্য জোট যে নীতির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল, তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জোটের উদ্দেশ্য পূরণ করে না।'

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি আন্দোলনের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য ছিলো সংযুক্ত আরব আমিরাত। ২০১৯ সালে তারা দেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার শুরু করে কিন্তু সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়