আব্দুল্লাহ মামুন : [২] এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, সতর্ক না হলে জনজীবন মুখ থুবড়ে পড়বে।
[৩] তার মতে, দেশে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রমের সিদ্ধান্ত বিজ্ঞানসম্মতভাবে নয়, আমলাতান্ত্রিক ও অনুমান নির্ভর হয়ে থাকে। করোনা মহামারি কতো দিন থাকবে, কী পরিমাণ হাসপাতাল ও আইসোলেশন সেন্টার দরকারÑ তা নিয়ে আগে থেকে ভাবেনি। ফলে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তেমন কোনো সামঞ্জস্য থাকে না।
[৪] তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে শীত শুরু হওয়ার পর করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। ইংলান্ডে করোনা রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে এই শীতে আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়বে, নাকি কমতে থাকবেÑ তা নিয়ে সংশয় রয়েছে। তবে শীতে এদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও ইউরোপ, আমেরিকা, কানাডার শীত আর আমাদের শীতকাল এক নয়। তবুও করোনার সংক্রমণ বিস্তার নিয়ে সতর্ক থাকতে হবে।
[৫] দেশে করোনা সংক্রমণের ৭ মাস চললেও প্রথম ওয়েভ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। প্রথম ওয়েভ নিয়ন্ত্রণ করতে না পারলে ধীরে ধীরে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে।