শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম দামে অনলাইনে পোশাক বিক্রির নামে প্রতারনা, গ্রেপ্তার ২

সুজন কৈরী : অনলাইনে পোশাক বিক্রির নামে প্রতারনার অভিযোগে খুলনা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- মো. ওসমান গণি (২৫) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা (২১)।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল বলেন, সাইবার মনিটরিং সেল ‘ফ্যাশন হাউজ’ নামক একটি অনলাইন পণ্য বিক্রির ফেসবুক পেইজ সর্ম্পকে ভুয়া পণ্য বিক্রি নামে বিকাশে অগ্রীম টাকা নেয়ার অভিযোগ পায়। ওই অভিযোগের ভিত্তিতে সাইবার পুলিশ সেন্টার ওই অনলাইন পেইজের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করে।

অনুসন্ধানে জানা যায়, পেইজটি অনলাইনে কম দামে মেয়েদের পোশাক বিক্রির লোভনীয় অফার দিতো। ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় তিন থেকে চারটি জামা বিক্রির নাম করে গ্রাহকদের অগ্রীম টাকা বিকাশে পরিশোধ করতে বলতো। কিন্তু টাকা পরিশোধের পর অর্ডার করা পণ্য না পাঠিয়ে তাদের ফেসবুক পেইজ থেকে ব্লক করে দিতো। এভাবে ওই ফেসবুক পেইজটির বিরুদ্ধে প্রতারণার শিকার বহু গ্রাহক সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানান। এরই প্রেক্ষিতে সাইবার পুলিশ সেন্টার ফ্যাশন হাউজ নামক ফেসবুক পেইজের প্রকৃত সত্তাধিকারীকে শনাক্তের জন্য অনুসন্ধান কার্যক্রম জোরদার করে। একপর্যায়ে সাইবার পুলিশের একটি টিম ফেসবুক পেইজের সত্তাধিকারী হিসেবে ওসমান গণি নামের একজনকে চিহ্নিত করে। পরে গত ২৪ সেপ্টেম্বর এএসপি জুয়েল চাকমা ও এএসপি কাজী আবু সাঈদেও নেতৃত্বে সাইবার পুলিশের একটি টিম খুলনার কাশেম নগর আবাসিক এলাকা থেকে ফেসবুক পেইজের প্রকৃত সত্তাধিকারী ওসমান গণি ও তার স্ত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে গ্রেপ্তার করে।

সিআইডি কর্মকর্তা কামরুল বলেন, গ্রেপ্তার অভিযুক্তদের কাছ থেকে ফেসবুক পেইজটির কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত আইডি ও ডিভাইসটি উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১৬টি সিম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়