শিরোনাম
◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিন্স প্যান্টের আড়ালে অ্যামফিটামিন মাদক পাচার, সন্দেভাজনের খোঁজে ডিএনসি

সুজন কৈরী: আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কার্টনে জিন্সের প্যান্টের আড়ালে অ্যামফিটামিন মাদক পাচারের চেষ্টা চালানো প্রধান দুই সন্দেহভাজনের একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তি হলেন- ইউনাইটেড ফ্রেইটের লোডার সুপার ভাইজার বাবলু। মাদক উদ্ধারের ঘটনায় প্রধান দুই সন্দেহভাজনের একজন বাবলু বলে জানিয়েছে ডিএনসি। সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়েছে ডিএনসি। এছাড়া এ ঘটনায় রুবেল নামের আরেকজন সন্দেহভাজনকে খুঁজছে সংস্থাটি।

রোববার রাতে রাজধানীর বনানীর এইচ ব্লকের ৭ নম্বর রো‌ডের ৮২ নম্বর বা‌ড়ি থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তা‌রের পর জিজ্ঞাসাবা‌দে তার কাছ থে‌কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গে‌ছে। এগু‌লো যাচাই বাছাই করছেন তদন্তকারী কর্মকর্তারা।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে নতুন মাদক অ্যামফিটামিন পাউডার জ‌ব্দের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় ৬ জনকে। তারা হলেন- বাংলাদেশ এক্সপ্রেস লিমিটেডের নির্বাহী পরিচালক (অর্থ) খন্দকার ইফতেখার উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (অপারেশন) রাসেল মাহমুদ, ইউনাইটেড এক্সপ্রেসের মহাব্যবস্থাপক গাজী শামসুল আলম, এক্সপোর্ট কার্গোর ভেতরে এমজিএইচ গ্রুপের লোডিং সুপারভাইজার কাজল থুটোকিশ গোমেজ, কার্গো হেলপার বা লোডার হামিদুল ইসলাম ও নজরুল ইসলামকে। তদাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাদের তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এরই মধ্যে দুই দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনাইটেড এক্সপ্রেসের মহাব্যবস্থাপক গাজী শামসুল আলম দাবি করেন, তারা গত ১০ বছর ধরে ইউনাইটেড ফ্রেইটের পণ্য পরিবহনের কাজ করছেন। ওই প্রতিষ্ঠানের বাবলুর অনুরোধে প্রথমবার নেপচুন ফ্রেইটের রুবেলের চালানটি বুকিং দেয়া হয়। চালানে মাদক থাকার বিষয়টি তারা জানতেন না। এরপর থেকেই দুই প্রতিষ্ঠানের দুজন বাবলু ও রুবেলের খোঁজ করছিল ডিএনসি।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, বিগত বছর ধরে ইউনাইটেড ফ্রেইটের পণ্য পরিবহনের কাজ করে ইউনাইটেড এক্সপ্রেস। ইউনাইটেড ফ্রেইটের বাবলুর অনুরোধে প্রথমবার নেপচুন ফ্রেইটের রুবেলের পণ্য পরিবহন করা হয়, যেখানে অ্যামফিটামিন মাদক পাওয়া গেছে। এজন্য রুবেল ও বাবলু এই মাদক চালানের নেপথ্যে ছিলেন এবং ‘ইউনাইটেড এক্সপ্রেস লিমিটেডের’ মাধ্যমে কুরিয়ারে মাদকের চালানটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাঠাতে চেয়েছিলেন বলে ধারণা তদন্তকারীদের। তাদের মধ্যে বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চালানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট সাতটি প্রতিষ্ঠানের অন্য কেউ জড়িত কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক (অপারেশন্স) আহসানুর রহমান বলেন, মাদক পাচারের চেষ্টায় জড়িত প্রধান একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ৭দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিএনসির পরিচালক (প্রশাসন) ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী বলেন, মাদক পাচারকারীচক্র অ্যামফিটামিনের এই চালান প্রথমে দেশে আনার পর তা কুরিয়ারের মাধ্যমে অন্য দেশে পাচার করা হচ্ছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রধান সন্দেহভাজন দুজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে খোঁজা হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত ৯ সেপ্টেম্বর সাতটি কার্টনে তল্লাশি চালিয়ে জিন্সের প্যান্টের আড়ালে অভিনব কায়দায় লুকানো সাড়ে ২৪ কোটি টাকা মুল্যের ১২ কেজি ৩২০ গ্রাম সন্দেহজনক দ্রব্য পায় ডিএনসি। পরে ডিএনসির কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় অ্যামফিটামিন পাওয়া যায়। যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক। বাংলাদেশ এক্সপ্রেস লিমিটেডের (আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের বাংলাদেশ এজেন্ট) পার্সেলে শিপারের নাম ছিল নেপচুন ফ্রেইট লিমিটেড। ঠিকানা উল্লেখ ছিল- বাড়ি-৫০১, রোড-১৪, কেরানীগঞ্জ। হংকং হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো পার্সেলের প্রাপকের ঠিকানা উল্লেখ ছিল- আছেদাস সিং ৩৪ কলম্বিয়া রোড, মেলবোর্ন, নারে ওয়ারেন লিআইসি ৩৮০৫। রপ্তানিতে কাস্টমের জন্য ম্যানুয়ালি বিল অব এক্সপোর্ট দাখিল করে রপ্তানিকারকের পক্ষে মেসার্স ডিনামিক ট্রেডার্স এবং বাংলাদেশ এক্সপ্রেস লিমিটেড (ফেডেক্স) এজেন্ট ইউনাইটেড এক্সপ্রেস, ১৬৭, সার্কুলার রোড, ঢাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়