আরিফ আর রহমান: একটা ‘ধর্ষক ডাটাবেইজ’ করা দরকার
আরিফ আর রহমান: মেয়ে বিয়ে দেবার আগে কিংবা চাকরীর/ ব্যাবসার ক্ষেত্রে এই ডাটাবেইজটা একবার সবাই দেখে নেবে। পুরানো হইলে মানুষ এদের নাম চেহারা ভুলে যায়। এদের চেহারা চিরস্মরণীয় করে রাখা উচিত ... মাঝপথে জামিন নিয়ে বের হলেও যেন পথে ঘাটে লাথির উপরে থাকে
তাহলেও অন্তত কেউ ধর্ষনের আগে একবার হলেও ভাববে। ‘আইন নিজের হাতে তুলে নিবেন না’ বাক্যটা অন্য সব ক্রাইমের ক্ষেত্রে মানতে রাজি থাকলেও, ধর্ষকের ক্ষেত্রে মানতে আমি নারাজ।