শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা দুর্যোগেও সরকার শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে মালিকদেরকে প্রণোদনা দিয়েছে: সাইফুল হক

সমীরণ রায় : [২] বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, মহামারি-দুর্যোগের মধ্যে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশে উৎপাদনের চাকা সচল রাখলেও তারাই সবচেয়ে অবহেলা আর বঞ্চনার শিকার। মালিকপক্ষ ও সরকার কেউই তাদেরকে প্রাপ্য অধিকার ও মর্যাদা দেয়নি।

[৩] তিনি বলেন, সরকার মালিকদের নিয়ে যত চিন্তা করে শ্রমিকদের নিয়ে তার কিছুই করে না। করোনা দুর্যোগকালীন সময়েও সরকার শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে মালিকদের পাশে দাঁড়িয়েছে। শ্রমিকদেরকে প্রণোদনা না দিয়ে সরকার মালিকদেরকে প্রণোদনা দিয়েছে, যার সুফল শ্রমিকরা পায়নি।

[৪] শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

[৫] সংগঠনের সদস্য সচিব আবু হাসান টিপুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, শফিকুল ইসলাম নেওয়াজ, নাঈম খান, মো. আল আমিন, মো. রিয়েল, মো. আবু হানিফ, আবুল কালাম আজাদ, আকবর খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়