শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি দেশে এবং বিদেশে বসে বিশ্বের মাফিয়া চক্রের সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র করছে: এনামুল হক শামীম

সমীরণ রায় : [২] পানিসম্পদ উপমন্ত্রী আরও বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যর্থ। তাদের পাশে জনগণ নেই। তারা যতই ষড়যন্ত্র করুক, সফল হবে না। কারণ দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছেন।

[৩] তিনি বলেন, শেখ হাসিনা মানবতার মা। এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে জামিনের দ্বিতীয় মেয়াদ বাড়িয়েছেন। আর খালেদা ও তার ছেলে তারেক রহমান বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করছে।

[৪] তিনি আরও বলেন, সাংবাদিকদের সবাই আওয়ামী লীগ মনা হবেন, এমনটা যেমন ঠিক নয়, তেমনি বিএনপি বা অন্যমনা হবেন এটাও ঠিক নয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও গঠনমূলক সমালোচনা করবেন। সত্যকে তুলে ধরবেন। আমরা যদি কোনো ভুল করি তা দেখিয়ে দেবেন। কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করবেন না।

[৫] এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনার কারণেই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন এসেছিল। খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী ছাত্রদের হাতে বই ও কলম খাতা তুলে দিয়ে বলেছিলেন, শুধু ভালো ছাত্রনেতা হলে চলবে না। ভালো ছাত্র হতে হবে আগে।

[৬] শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৭] সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়