সমীরণ রায় : [২] পানিসম্পদ উপমন্ত্রী আরও বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যর্থ। তাদের পাশে জনগণ নেই। তারা যতই ষড়যন্ত্র করুক, সফল হবে না। কারণ দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছেন।
[৩] তিনি বলেন, শেখ হাসিনা মানবতার মা। এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে জামিনের দ্বিতীয় মেয়াদ বাড়িয়েছেন। আর খালেদা ও তার ছেলে তারেক রহমান বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করছে।
[৪] তিনি আরও বলেন, সাংবাদিকদের সবাই আওয়ামী লীগ মনা হবেন, এমনটা যেমন ঠিক নয়, তেমনি বিএনপি বা অন্যমনা হবেন এটাও ঠিক নয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও গঠনমূলক সমালোচনা করবেন। সত্যকে তুলে ধরবেন। আমরা যদি কোনো ভুল করি তা দেখিয়ে দেবেন। কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করবেন না।
[৫] এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনার কারণেই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন এসেছিল। খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী ছাত্রদের হাতে বই ও কলম খাতা তুলে দিয়ে বলেছিলেন, শুধু ভালো ছাত্রনেতা হলে চলবে না। ভালো ছাত্র হতে হবে আগে।
[৬] শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
[৭] সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।