কূটনৈতিক প্রতিবেদক : [২] জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার অনুষ্ঠিত সার্কভুক্ত দেশগুলোর ১৭তম অনানুষ্ঠানিক কাউন্সিল অফ মিনিস্টার্সের সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সার্ক যেন ভবিষ্যতে একটি গতিশীল ও কার্যকর আঞ্চলিক সংস্থা হিসেবে শক্ত অবস্থান করে নিতে পারে।
[৩] কোভিড-১৯ পরবর্তী সংকট মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একসঙ্গে কাজের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতাকে শক্তিশালী করতে হবে।
[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চে অনুষ্ঠিত সার্কের বৈঠকে প্রধানমন্ত্রীর ঢাকায় একটি সার্ক জনস্বাস্থ্য গবেষণা ইন্সটিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবনা পুনরুল্লেখ করেন যা যে কোনো জনস্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় সার্কভুক্ত সকল দেশকে সাহায্য করবে।
[৫] কোভিড-১৯ সহযোগিতার আরও নতুন ক্ষেত্র ও সুযোগ যেমন তৈরি করবে তেমনি বর্তমানকালের অনেক ক্ষেত্রকেও আংশিকভাবে বা পুরো অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলবে।
[৬] পররাষ্ট্রসচিব পর্যায়ের মতো কিছু কার্যকরী বৈঠক অনুষ্ঠানের প্রতি সার্কের অন্যান্য দেশের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করে ড. মোমেন বলেন, যেখানে সার্কের নিম্ন পর্যায়ের কার্যকরী অঙ্গসংস্থাগুলোর জমে থাকা সুপারিশগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব