শিরোনাম
◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাহমিদা নবী: নিজেকে দুর্বল ভাবাটাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে না

ফাহমিদা নবী: বিষয়টা একটু বিবেচনায়, উপলব্দিতে আনলেই সামান্য। অথচ যে ভাবতে সাহস পায় না তার কাছে ভয়ের, মানসিক দুর্বলতার অসম্ভবের। বিষয়টা জ্ঞান চর্চার এবং থেমে থাকার। বিষয়টা হাল ধরার এবং অপারগতা প্রকাশের। তাই বলছিলাম বিষয়টা আসলে সঠিক ভাবনার। আশ্রয় যে দেয় বা দিতে জানে অসহায় তার দিকেই বারবার ফিরে যায়। আশ্রয় হলো একধরনের সাহস, শক্তি। আশ্রয় কথাটা না বলে ভরসাও বলা যেতে পারে। অসহায় হবে কেন? তুমি এবং যে অসহায় বোধ করে না দুজনই মানুষ। তাহলে বিষয় কী?

আশ্রয় এজন্যই বলছি, যেকোনো বিষয়ে সাহস আর মোকাবেলা করার মতো নিজেকে নিজের আশ্রিত করতে পারে সেই আসলে সবার মানসিক আশ্রয় বা শক্তি হয়ে ওঠে। নিজেকে দুর্বল ভাবাটাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সাহসী হও, কারো কথার ভয়ে পারবো না, জানি না, বুঝি না, এ এক বিশাল পিছিয়ে থাকা। এই পিছিয়ে থাকাকে জয় করো। অর্থ নয়, বিত্ত নয়Ñ দরকার শিক্ষিত, সৎ সাহস। জীবনকে দেখার চোখটা খোলো। দেখবে তুমি আপন গতিতে সব কিছু মেনে নিতে আর সহজ করতে পারছো আর নিজের মতো সবার মাঝে তুমিও সবল হয়ে উঠছো। যে ভয় দেখায় তার জন্য তুমিই ভয়ের কারণ তা কী জানো? অনুরোধ থাকলো ভাব্বে বিষয়টা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়