দেবদুলাল মুন্না:[২] এ অভিযোগ বিশ্বখ্যাত মিডিয়া বিশ্লেষক পীরজাদা ওমরের। গতকাল তিনি এসব কথা বলেন। খবর সাউথ এশিয়ান মনিটরের। পীরজাদা ওমর বলেন, গত মাসে ভারতের টেলিভিশনের ইতিহাসে অচিন্ত্যনীয় ঘটনা ঘটে গেছে। চল্লিশোর্ধ এক ব্যক্তি গেরুয়া রংয়ের পোশাক পরে সুদর্শন টিভি নামের একটি সংবাদ চ্যানেলের স্ক্রিনে ঝড় তুলেন। তিনি সুদর্শন নিউজের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং এডিটর ইন চিফ সুরেশ খান্ডেরাও চাভাঙ্কে।
[৩] পীরজাদা ওমরের অভিযোগ, সুদর্শন টিভিসহ বেশ কয়েকটি প্রচার মাধ্যম এর আগে প্রচার করে যে, ভারতীয় মুসলিমরা কিভাবে ‘কেলেঙ্কারির মাধ্যমে’ দেশের কঠিন সিভিল সার্ভিস পরীক্ষা উৎরে যাচ্ছে।
[৪] তিনি দাবি করেন, ভারতীয় বেশ কিছু মিডিয়া কোভিড সংক্রমণের সময় বিভিন্ন রাজ্যে তাবলিগিদের মসজিদে মসজিদে, বাড়িতে-বাড়িতে পুলিশি তল্লাশি চালিয়েছে এখবর প্রচারের সময় বলেছে তাবলিগি জামাতি মুসলিমরাই কোভিড ছড়াচ্ছে।
[৫]তিনি জানান, সর্বশেষ সুদর্শন টিভি নিউজে বলেছে, অচিরে মুসলিমরা হবে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। গত ১৩ সেপ্টেম্বর এক পডকাস্ট সাক্ষাতকারে চাভাঙ্কে বলেন, আমার উদ্দেশ্য হলো ভারতকে হিন্দু রাষ্ট্র করে তোলা। আমি বিস্তারিত বলবো না, তবে অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি করা হবে না এবং এই সময় খুবই কাছে এসে গেছে।