শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নানা আয়োজনে কাজী সালাউদ্দিনের ৬৬ তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক : [২] দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি কাজী সালাউদ্দিনের ৬৬তম জন্মদিন আজ (বুধবার)। বিশেষ এই দিনে ভালোবাসা-শুভেচ্ছায় সিক্ত সাবেক এই তারকা স্ট্রাইকার। ফুটবলসংশ্লিষ্ট অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এছাড়া চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন ফিফা ও এএফসি সভাপতি। কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেছেন সালাউদ্দিন।

[৩] ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘দিনটি আনন্দে কাটুক। আমরা হয়তো সামনের দিকে একসঙ্গে আবারও কাজ করে যাব, সুন্দর এই খেলাটির জন্য। ফুটবলের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ।’

[৪] এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা ব্যস্ততার কারণে আসন্ন বাফুফের নির্বাচনে আসতে পারছেন না। তবে বার্তায় বলেছেন, ‘আমাকে কংগ্রেসে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আসলে ব্যস্ততার কারণে আসতে পারছি না। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবার চেষ্টায় এশিয়ান ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে।’

[৫] কাজী সালাউদ্দিনের ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ১৯৬৮ সালে দ্বিতীয় বিভাগের দল দিলকুশা দিয়ে ক্যারিয়ার শুরু তার। এরপর খেলেছেন ওয়ারী ও মোহামেডানে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন ভারতের বিভিন্ন জায়গায়।

[৬] বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সাল পর্যন্ত একটানা দাপট দেখিয়েছেন আবাহনীর জার্সিতে। মাঝে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেলেছেন দেশের বাইরের কোনও পেশাদার লিগে। হংকংয়ের ক্যারোলিনা এফসিতে কাটিয়েছেন এক মৌসুম।

[৭] এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল কাজী সালাউদ্দিনকে। জাতীয় দল ও আবাহনীর দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে সংগঠক হিসেবে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন টানা একযুগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়