শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম ডবলমুরিং এলাকায় ইয়াবা ও মাইক্রোবাসসহ ২ জন আটক

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও ১টি টয়োটা হাইস মাইক্রোবাসসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল শুক্কুর (৩৫), (ড্রাইভার), পিতা: হাজী করিম উদ্দিন, মাতা: নুরজাহান, স্ত্রী- হাসিনা বেগম, সাং- দক্ষিন হ্নীলা, পূর্ব শিকদার পাড়া, ইউপি- হ্নীলা, ওয়ার্ড-০২, থানা: টেকনাফ, জেলা- কক্সবাজার এবং ফরিদুর রহমান (৩৮), পিতা: শেখ আহাম্মদ, মাতা: হোসনেআরা, স্ত্রী- কাজল, সাং- দক্ষিন হ্নীলা, পশ্চিম সিকদার পাড়া (শেখ আহাম্মদের বাড়ী),ইউপি- হ্নীলা, ওয়ার্ড-০২, থানা: টেকনাফ, জেলা- কক্সবাজার।

[৪] মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ আসকারাবাদ ল্যাবরেটরি গলি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস’সহ২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।

[৫] তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর সোমবার রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ আসকারাবাদ ল্যাবরেটরি গলি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়।

[৬] তিনি বলেন, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে ১৪নং টিম অভিযান পরিচালনা করেন।

[৭] গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়