শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরব প্রায়ই হুমকি দেয় অন্যদের ফেরত পাঠিয়ে দিবে: পররাষ্ট্রমন্ত্রী

তরিকুল ইসলাম: [২] ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, সৌদি আরব ফ্লাইট বন্ধসহ যেসব পদক্ষেপ নেয় এগুলোতো তারা আমাদের সঙ্গে আলোচনা করেনা।

[৩] সৌদি আরব ভিসার মেয়াদ বাড়িয়োছলো, এখন নাকি ৩০ তারিখের মধ্যে কেউ সেখানে যেতে না পারলে আর যেতে পারবেনা। আবার ফ্লাইটও অ্যালাও করছেনা।

[৪] এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, সব দেশের ক্ষেত্রে একই নিয়ম। আমরা তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছি।

[৫] সৌদি ফেরত কর্মীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও অবরোধ প্রসঙ্গে বলেন, প্রবাসীরা বেড়াতে এসে বিপদে পড়েছে। যেতে না পেড়ে দু:খে তারা এসব করছে। আমিও তাদের সমবেদনা জানাই। তারা এখানে সৌদি মিশনকেও তাদের সমস্যার কথা বুলক।

[৬] এখানে যারা আন্দোলন করছে তারাও জানে আমরা ফ্লাইট বন্ধ করিনি, আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই।

[৭] সৌদি আরবে এমনি অনেকের চাকরি থাকবে না। অনেককে তারা বের করে দিচ্ছে। কারণ, তাদের তেলের দাম কমেছে। অর্থনীতি ফল্ট করেছে।

[৮] এরআগে সৌদি আরবে পাসপোর্ট অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়, ইকামা ও ভিসার মেয়াদ ফি ছাড়াই একমাস বাড়ানো হয়েছে।

[৯] যে সকল কর্মীর এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে নিজ দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ হয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে।

[১০] আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদেরও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে।

[১১] মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে।

[১২] সকল ধরনের কর্মী এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এ সুবিধা বহাল থাকবে।

[১৩] ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় যারা সৌদি আরব ত্যাগ করতে পারেননি তারাও এ সুযোগ পাবেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়