শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ করলেন জ্যাকব ও শাহেদ আলম

মনিরুল ইসলাম: [২] স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২৬ জুলাই ২০২০ থেকে শুরু হওয়া ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে

[৩] মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বৃক্ষের চারা রোপণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি এবং মোঃ শাহে আলম,এমপি।

[৪] বৃক্ষরোপন শেষে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর জন্মশতবার্ষিকীতে সারা দেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে স্বাগত জানান। জাতির পিতার জন্মশতবার্ষিকি স্মরণীয় করে রাখার জন্য দেশব্যাপি বৃক্ষরোপণের কর্মসূচী বাংলাদেশের মানুষকে উৎসাহিত ও উজ্জীবিত করেছে। দেশের উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দর-শ্যামল,দূষণমুক্ত পরিবেশ ও সবুজায়ন প্রকৃতি গঠন করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। এছাড়াও তিনি দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রসংশা করেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ এর ভিশন বাস্তবায়নকল্পে তাঁর পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

[৫] মোঃ শাহে আলম বলেন, তিনি প্রতি বছরই গাছ রোপন করে থাকেন এবং গাছ লাগানোকে জাতীয় দায়িত্ব বলে মনে করেন। শ্বাস প্রশ্বাসে সহায়তার পাশাপাশি পরিবেশকে রক্ষা করা ও সবুজায়ন করতে হলে প্রত্যেক মানুষের গাছ লাগানো প্রয়োজন। সংসদ এলাকায় এত সুন্দর পরিবেশে গাছ লাগাতে পেরে তিনি গর্বিত বলে মনে করেন।

[৬] উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়