শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ রাতে ধোনির দ্বিতীয় নাকি স্মিথের প্রথম?

নিজস্ব প্রতিবেদক : [২] বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারিয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শুরু করে চেন্নাই সুপার কিংস। এবার টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল।

[৩] শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে আজকের ম্যাচটি। চেন্নাই একটি ম্যাচ খেললেও এবারের আইপিএলে রাজস্থান এখনও কোনো ম্যাচ খেলেনি। তাই জয় দিয়ে শুরুটা রাঙিয়ে রাখতে চাইবে তারাও।

[৪] তবে আজকের ম্যাচে রাজস্থানের একাদশে থাকবেন না দুই তারকা ক্রিকেটার জস বাটলার এবং বেন স্টোকস। কারণ সম্প্রতি পরিবারকে সঙ্গে নিয়ে আরব আমিরাতে পা রেখেছেন বাটলার। নিয়ম অনুযায়ী বর্তমানে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

[৫] অপরদিকে রাজস্থান শিবিরে যোগ দিতে এখনও আরব আমিরাতে পৌঁছাননি অলরাউন্ডার স্টোকস। পরিবারের সঙ্গে জন্মভূমি নিউজিল্যান্ডে অবস্থান করছেন তিনি। সেকারণে আজকের ম্যাচে বিদেশিদের মধ্যে অধিনায়ক স্টিভেন স্মিথ ছাড়া খেলতে পারেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড মিলার, ইংল্যান্ডের পেসার জফরা আর্চার এবং বোলিং অলরাউন্ডার টম কারান।

[৬] এদিকে প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ার পর আজ একাদশে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই চেন্নাই শিবিরে। ধোনির নেতৃত্বাধীন দলটিতে চার বিদেশি ক্রিকেটারদের মধ্যে যথারীতি খেলতে পারেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন, প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি, পেসার লুঙ্গি এনগিদি এবং ইংল্যান্ডের ২২ বছর বয়সী অলরাউন্ডার স্যাম কারান।

[৭] চেন্নাই সুপার কিংস একাদশ (সম্ভাব্য): শেন ওয়াটসন, মুরলি বিজয়, ফাফ ডু প্লেসি, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, পিয়ুস চাওলা, দীপক চাহার, লুঙ্গি এনগিদি।

[৮] রাজস্থান রয়্যালস একাদশ (সম্ভাব্য): রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), যশস্বী জয়সাল, সাঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, জফরা আর্চার, জয়দেব উনাদকাট, বরুণ অ্যারন, টম কারান। - সূত্র, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়