শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মিরে ড্রোন দিয়ে অস্ত্র ও অর্থ ছড়িয়েছে পাকিস্তান: ভারতীয় পুলিশ

 

ডেস্ক রিপোর্ট : পাকিস্তান ড্রোন ব্যবহার করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজৌরি জেলায় অস্ত্র ও ভারতীয় মুদ্রার বেশ কিছু অর্থ ছড়িয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার পুলিশ। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকা থেকে এসব অস্ত্র ও অর্থ সংগ্রহকারী তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির পুলিশ প্রধান দিলবাগ সিং। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটক ওই তিন ব্যক্তি ভারতে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই তইয়্যেবার সদস্য বলে জানান তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার রাজৌরি জেলায় এক সংবাদ সম্মেলনে রাজ্য পুলিশ প্রধান দিলবাগ সিং জানান, গ্রেফতার হওয়া তিন ব্যক্তি কাশ্মিরের বাসিন্দা। তারা পাকিস্তানের ওপাশ থেকে ড্রোন ব্যবহার করে পাঠানো অস্ত্র ও অর্থ নিতে আসে। সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক সিনিয়র পুলিশ কর্মকর্তা মুকেশ সিং জানান, এনিয়ে গত ১১ সেপ্টেম্বর থেকে তৃতীয় বারের মতো সফল অভিযান চালানো হয়েছে।

কয়েক দিন আগে কাশ্মিরের বালাকোট থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তার তিন দিনের মাথায় ১১ কোটি রুপি মূল্যের ১১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। সন্ত্রাসবাদে অর্থায়নে মাদকের চালানটি আনা হয় বলে দাবি করেছে কাশ্মির পুলিশ।

অস্ত্র ও অর্থ সংগ্রহ করতে গিয়ে আটক তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা দিলবাগ সিং জানান, তার ভিত্তিতে পরবর্তীতে আরও বেশি তথ্য জানানো সম্ভব হবে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি সামরিকায়িত অঞ্চল কাশ্মির। ভারত সরকারের দাবি, গত ৩০ বছর ধরে সেখানে পাকিস্তান সমর্থিত সন্ত্রাস দমনে নিয়োজিত রয়েছে তাদের সেনাবাহিনী।
সূত্র- বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়