আসিফুজ্জামান পৃথিল: [২] নাইজেরিয়ার কাদুনা রাজ্যে এই আইন পাস হয়েছে। রাজ্য সরকার মনে করে, ধর্ষকদের যৌন ক্ষমতা ধরে রাখার কোনও
অধিকারই নেই। বিশ্বের কোনও দেশেই এই ধরনের শাস্তি প্রচলিত নেই। নিউ ইয়র্ক টাইমস
[৩] নতুন আইনে বলা হয়, ১৪ বছরের কম বয়সি কাউকে ধর্ষনের অভিযোগ প্রমাণ হলে, সাজা মৃত্যুদণ্ড। বাকি ক্ষেত্রে ধর্ষণকারীকে সার্জারির মাধ্যমে নপুংসক করে দেওয়া হবে। স্কাই নিউজ
[৪] কাদুনার গভর্নর নাসির আহমেদ আল রুফাই বলেছেন, এ আইনে শিশুদের ধর্ষণের মতো ভয়ানক অপরাধ থেকে রক্ষা করা যাবে। তিনি মনে করেন এই শাস্তির কোনও বিকল্প নেই। এর প্রয়োজন ছিলো বলেও জানান তিনি। রুফাই মনে করেন, ধর্ষকদের জন্য এই শাস্তি মোটেও বর্বর নয়।
[৫] এই রাজ্যে এর আগে ধর্ষণে সর্বোচ্চ শাস্তি ছিল আজীবন কারাদণ্ড। সংখ্যালঘু ধর্ষণের ক্ষেত্রেই শুধু এই সাজাভোগ করতে হতো। প্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ করলে, ২১ বছরের কারাদণ্ডের বিধান ছিলো। গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আফ্রিকার এই দেশটিতে ধর্ষণের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। পাঁচ মাসে ৮ শতাধিক বেশি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। সম্পাদনা: ইকবাল খান