মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জে এবার মসজিদের হাউস পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে মনির হোসেন নামে এক মিস্ত্রির নিহত হয়েছে এবং মসজিদের মুয়াজ্জিন সোলয়মান দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
[৩] শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ২নং বাবুরাইল বাইতুল ফালাহ জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত মনির হোসেন শহরের ১নং বাবুরাইল এলাকার মোজাফ্ফর কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া। সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[৪] তিনি জানান, বাবুরাইল মসজিদের অজুখানার হাউস পরিষ্কার করার সময় একটি লোহার রড উঁচু করতে গিয়ে মসজিদের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারের তারে লেগে স্পার্ক করলে এ বিস্ফোরণ ঘটে। এতে পাইপ মিস্ত্রি মনির হোসেন দগ্ধ হয়ে মারা যান। আর বিস্ফোরণে মসজিদের মুয়াজ্জিন সোলয়মান দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী