আসিফুজ্জামান পৃথিল: [২] ট্রাম্প প্রশাসন রাশিয়াকে হুমকি দিয়েছে তারা যদি আরও শক্ত ভেরিফিকেশনের ব্যবস্থাসহ নতুন চুক্তির বৈঠকে বসতে রাজি না হয়, তবে যুক্তরাষ্ট্র বিরাজমান চুক্তির খরচ বাড়াবে। বেশ অনেকদিন ধরেই দুই দেশ নতুন পরমাণু চুক্তির চেষ্টা করেও সফল হয়নি। ৫ বছর ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে, রাশিয়া নতুন শর্তে রাজি হলেই কেববল এই চুক্তি হতে পারে। সিএনএন
[৪] ট্রাম্প প্রশাসনের পরমাণু নেগশিয়েটর মার্শাল বিলিংসলিয়া সিএনএনকে বলেন, তারা নভেম্বরের পর যদি সিদ্ধান্ত নিতে চায় এজন্য তাদের চরম মূল্য শোধ করতে হবে।] ফক্স
[৫] রাশিয়া এই চুক্তির ব্যাপারে সবসময়ই আগ্রহ দেখিয়েছে। এবার এর সুযোগ নিতে বদ্ধ পরিকর। ট্রাম্পের উপদেষ্টারা তাকে জানিয়েছেন, নির্বাচনের আগে এরকম একটা চুক্তি করা গেলে প্রেসিডেন্ট নির্বাচনে এর কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে। সম্পাদনা: ইকবাল খান