শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে একাদশ শ্রেণীতে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারী গণমহাবিদ্যালয়, সুজা মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে অতিরিক্ত ফিা আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ডের জারি করা ভর্তি প্রজ্ঞাপনে নিয়মনীতিকে তোয়াক্কা না করে অতিরিক্ত ভর্তি ফি আদায় করছে কলেজের কর্তৃপক্ষ। এতে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকরা টাকা জোগার করতে হিমশিম খাচ্ছেন।

[৩] ভুক্তভোগী বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, উপজেলা সদরের কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে চলতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অনলাইন প্রসেসিং ফি, ভর্তি ফি, ভর্তিকরণ নামে এক সাথে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও বিএম শাখায় ২৭০০/২৮০০ টাকা করে নেয়া হচ্ছে।

[৪] সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ের সামনে মা কম্পিউটারে শিক্ষার্থীদের ভিড়। সেখানে শিওর ক্যাশে টাকা পরিশোধ করে টাকার রশিদ কলেজে জমা দিলে ভর্তি নেয়া হয়। দোকানের মালিক নাসির আহমদকে শিওর ক্যাশের টাকার কথা জিজ্ঞাস করলে তিনি জানান, এ টাকা কলেজের একাউন্ডে যাবে। ওই দোকানদারও টাকার খাত বলতে পারেননি।

[৫] কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীর অভিভাবক আলাল আহমেদ জানান, আমাদের কাছ থেকে ভর্তি বাবদ রশিদ মূলে ২ হাজার ৭শ টাকা নিয়েছে। কোন খাতে টাকা নেয়া হচ্ছে তা উল্লে¬খ নেই। আমরা যতদূর জেনেছি অতিরিক্ত অর্থ আদায়ের এ বিষয়টি মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লে¬খ নেই। সুতরাং এটি বিধি বহির্ভূত। একই ভাবে শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজেও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। সেখানে একাদশ শ্রেণীর ভর্তি বাবত ৩১ শত টাকা আদায় করা হচ্ছে। এতে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবক টাকা সংগ্রহে হিমশিম খাচ্ছেন।

[৬] কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয় অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা বলেন, আমাদের প্রতিষ্টান সরকারী হলেও আগের সিদ্বান্ত মোতাবেক ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী ভর্তির টাকা নেয়া হচ্ছে। শমসেরনগর সুজা মোমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান বলেন,আমরা সরকারী প্রঞ্জাপন অনুসরন করেই ভর্তি ফি আদায় করছি। এখানে প্রজ্ঞাপনের কোন ব্যতয় ঘটছে না।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়