শিরোনাম
◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায়

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘মানুষের বিপদকে পুঁজি করে ধনী হচ্ছে এক শ্রেণির মানুষ’

শিমুল মাহমুদ :[২] সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, শিক্ষাঙ্গনে যে ধরনের দুর্নীতি হচ্ছে, সেখানে সংস্কার দরকার। কিন্তু কেন হচ্ছে না? কিভাবে নিয়োগ হয় সেটা নিয়েও কোনো কথা শুনি না। দুর্নীতি দিন দিন স্বাভাবিকভাবে বাড়ছে। যারা কথা বলছে, তাদেরকে ওএসডি করা হচ্ছে। দুর্নীতি, মানিলন্ডারিং, ক্যাসিনো কী নেই যা হচ্ছে না! দখলদারিত্ব, মারামারি চলছে। এমন কোনো অনাচার নেই, যা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা আশার আলো দেখি না।

[৩] সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সবকিছুর পরিবর্তন দরকার। কিন্তু তার কোনো উদ্যোগ তো দেখছি না। আর এই ধরনের সংকটের মধ্যেও আমাদের কোনো উপলব্ধি নেই। সবকিছু কি যেভাবে চলছে, সেভাবেই চলতে থাকবে? আমাদের সমাজ এমন জায়গায় চলে গেছে, যেখানে সবাই সবার মতো করে কথা বলেন। আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু সাধারণ মানুষকে ১৪ দিন আমরা কোয়ারেনটাইনে রাখতে পারলাম না।

[৪] অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, যেকোনো দুর্যোগে আমরা কেউ না কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করি। কোনো একটি দেশের সিস্টেম যখন দুর্নীতিগ্রস্ত হয়, তখন সেখান থেকে বেরিয়ে আসাটা কঠিন। দেশ স্বাধীন হয়েছে অনেক বছর হয়ে গেছে। কিন্তু আমরা কি সিস্টেমের পরিবর্তন করতে পেরেছি? আমাদের এটা করতে হবে।

[৫] ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন বলেন, আমরা কেন মনে করব পৃথিবী একটা বিপদের মধ্যে পড়েছে আর আমরা ভালো হয়ে যাব? যখনই বাংলাদেশ কোনো বিপদে পড়েছে বা কোনো সমস্যায় পড়েছে, সেই সমস্যাটাকেই পুঁজি করে আমরা বড়লোক হয়েছি। আমাদের টাকা বাড়িয়েছি। বিদেশে আমাদের যেতে হবে, তার জন্য আদম ব্যাপারি কেন ধরতে হবে?

[৬] তিনি বলেন, আমাদের মধ্যে কি আশা তৈরি হয় যে আমরা বিপদে পড়ছি আর সবকিছু ভালো হয়ে যাবে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা হয়নি। অন্যদিকে যেটাকে পবিত্র মাস বলা হয়, সেই রমজান মাসেও কি ঘুষ খাওয়া বন্ধ ছিল? আসলে আমাদের পবিত্রতা বলতে কিছু নেই।

[৭] সোমবার সারাবাংলা ডটনেটের নিয়মিত আয়োজন ‘সারাবাংলা ফোকাস’ অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়