আজিজুল ইসলাম : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় জিনোম সেন্ট্রারে সোমবার করোনা পরীক্ষায় নতুন ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যবিপ্রবির এনএফটি বিভাগের প্রধান ও করোনা পরীক্ষা কমিটির চেয়ারম্যান ড, শিরিন নিগার এই ফলাফল ঘোষনা করেন। এখানে যশোর ও মাগুরা জেলার ১৯৬ টি নমুনা পরীক্ষা করে যশোর, ও মাগুরা মোট ৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ১৬৪ টি নমুনায় নেগেটিভ রিপোর্ট এসেছে। ঘোষিত এই ফলাফল দুই জেলার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
[৩] যশোরের সিভিল সার্জন ডা, শেখ আবু শাহীন জানান, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ল্যাবে যশোর জেলার ১৬৫ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে মাগুরা জেলার ৩১ টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
[৪] এদিকে,স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গতকাল বিকেল পর্যন্ত যশোর জেলায় ৩ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত করা হয়। এদের মধ্যে ৪২ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৫ জন। সম্পাদনা : আরাফাত