শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে গ্রাম পুলিশদের প্রধামন্ত্রীর উপহার বাই-সাইকেল পৌছে দিলেন ইউপি চেয়ারম্যান সমর

ইমদাদুল হক : [২] সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে ও যাতায়াত নির্বিঘ্ন করতে সকল গ্রাম পুলিশদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বাইসাইকেল দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।

[৩] রোববার বিকেলে ইউনিয়ন পরিষদে তিনি সকল গ্রাম পুলিশদেরকে একত্রিত করে বাইসাইকেল উপহার তুলে দেন। বিনামূল্যে এ বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশদের মাঝে খুশির আমেজ দেখা গেছে।

[৪] এ বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা যাতে সময় মত ইউনিয়ন পরিষদে এসে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া এ ইউনিয়নের বিভিন্ন আনাছে-কানাছে যারা মাদক ব্যবসা করেন বা মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত হয়ে পড়ছে। তাদের তথ্য সহজেই গ্রাম পুলিশরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রশাসনকে জানাতে পারেন সেজন্য সকল গ্রাম পুলিশদের কে নির্দেশ দেওয়া হয়েছে।

[৫] তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে এই ইউনিয়ন পরিষদে ব্যাপক উন্নয়ন করে গেছেন রাস্তা ড্রেন-কালভার্ট সহ মানুষের জীবনমান উন্নয়নে তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন। এলাকাবাসী এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উন্নয়ন দেখে তার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

[৬] গ্রাম পুলিশরা বলেন, এ বাইসাইকেল পেয়ে তারা ইউনিয়ন পরিষদের উন্নয়ন আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাবেন। বাইসাইকেল বিতরনের সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মীর বারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়