শিরোনাম
◈ বাংলাদেশের প্রতি ভারতের শত্রুভাবাপন্ন নীতি এখনো বদলায়নি ◈ শেষ মুহূ‌র্তে ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে জয়ব‌ঞ্চিত কর‌লো চেল‌সি ◈ মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা ◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্টেমিসিয়া গাছেই নাকি লুকিয়ে করোনার ওষুধ!

ডেস্ক রিপোর্ট : কী আছে গাছটায়? কেউ বলে এর পাতার রসে আছে আশ্চর্য ওষুধ, কেউ বলছেন গাছটাই অদ্ভূত। এর মধ্যে লুকিয়ে আছে করোনার ওষুধ। সবমিলে আফ্রিকার অন্তর্গত মাদাগাস্কারের আর্টেমিসিয়া গাছটি কৌতূহলের কেন্দ্রে। গত এপ্রিল মাসে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোইলিনা আর্টেমিসিয়া নামে এই গাছের গুণের কথা বলেন।

তিনি বলেছিলেন, আর্টেমিসিয়া থেকে তৈরি কোভিড অর্গানিক্স নামে পানীয় করোনাভাইরাস আক্রান্তের চিকিৎসায় কার্যকর। গত নভেম্বর মাসে তিনি সেই একই দাবি করেন। মাদাগাস্কারের প্রেসিডেন্ট পরপর দুবার এমন দাবি করার পর আর্টেমিসিয়া গাছ নিয়ে চর্চা শুরু হয়।

জানা গেছে, এই গাছের নির্যাস ম্যালেরিয়া রোগীর জন্য কার্যকর। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আর্টেমিসিয়ার নির্যাস করোনা মোকাবিলা করতে পারে এমন প্রমাণ নেই। তবে বিজ্ঞানীরা গাছটি নিয়ে পরীক্ষা শুরু করেছেন। একাংশের দাবি,গাছটিতে এমন কিছু উপাদান আছে যা করোনার বিরুদ্ধে কাজ করবে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাদাগাস্কারে মিললেও আর্টেমিসিয়ার উৎস এশিয়া। অনেক দেশেই এই গাছ জন্মায়। চীনে আর্টেমিসিয়ার ওষুধ ব্যবহার হচ্ছে ২০০০ বছরের বেশি সময় ধরে। আর্টেমিসিয়া থেকে তৈরি ওষুধ ম্যালেরিয়া সারাতে কার্যকর এবং ব্যথা কমায়। চীনের ভেষজশাস্ত্রে এর নাম কিংহাও। ইংরেজিতে একে সুইট ওয়ার্মউড বলা হয়।

মাদাগাস্কারে আর্টেমিসিয়া থেকে তৈরি ওষুধের ক্যাপসুল ও ইনজেকশন মানবদেহে প্রয়োগ করে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পরীক্ষায় তারা নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে এর কিছুটা কার্যকারিতা দেখতে পেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মোকাবিলায় আর্টেমিসিয়া গাছের নির্যাস যে কার্যকরী তার প্রমাণ চাই। এর জন্য দরকার প্রচুর পরীক্ষা।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়