দেবদুলাল মুন্না: [২]২০১৮ সালে গুগল ইউটিউব মিউজিক উন্মোচন করে। অবশেষে এটিকে গুগল প্লে মিউজিকের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করে প্রযুক্তি জায়ান্টটি। স¤প্রতি ডাউনলোডের ক্ষেত্রে ৫০ কোটির মাইলফলক অর্জন করেছে সেবাটি। ডিজিবাংলা
[৩] তবে গুগল এখনও ইউটিউব মিউজিক সেবাকে উন্নতকরণের কাজ করে যাচ্ছে। এতে যুক্ত হচ্ছে প্রিমিয়াম ইউটিউব সেবাও।
[৪] যেহেতু অ্যাপটি ৫০ কোটি ডাউনলোডের মাইলফলকে পৌঁছেছে তাই বোঝা যাচ্ছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে সেবাটি, এই এলিট ক্লাবে ইতিমধ্যেই বেশকিছু জনপ্রিয় অ্যাপ রয়েছে।
[৫] ভার্জ নিউজ জানায়, ইউটিউব মিউজিকের সবচেয়ে বড় ও জনপ্রিয় সুবিধা হলো এতে সকল মিউজিক সেবার ফিচার বিদ্যমান রয়েছে। ইউটিউবে বিদ্যমান সকল সকল মিউজিক ভিডিও কিংবা ট্র্যাক ইউটিউব মিউজিকেও পাওয়া যায়।