শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাট ফাঁকির অভিযোগে মশার কয়েলের ট্রাক আটক

সুজন কৈরী: [২] নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ভ্যাট ফাঁকি দিয়ে মশার কয়েল পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটক করেছে ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ। আটক ট্রাকটি মিজিমিজির শারমিন কেমিকেল ওয়ার্কসের কারখানা থেকে বৃহস্পতিবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

[৩] গোপন তথ্যে ভ্যাট গোয়েন্দার টহল দল মিজিমিজি এলাকায় গিয়ে ট্রাকের গতিরোধ করে। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে বহনকৃত পণ্যের ভ্যাট না দিয়ে কারখানা থেকে বের করা হয়েছে বলে দেখতে পায়।

[৪] ভ্যাট গোয়েন্দা, অনুসন্ধান ও অডিট বিভাগের ডিজি ড. মইনুল খান বলেন, আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো শ ১১-১৩৪৪। এই ট্রাকে শারমিন কেমিকেল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল পরিবহন করা হয়। ট্রাকে একটি ভুয়া ভ্যাট চালান ছিল। আটক ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে। সেইসঙ্গে পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

[৫] তিনি আরও জানান, এর আগেও ভ্যাট গোয়েন্দার দল একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা দিয়েছিল। যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়