শিরোনাম
◈ ঢাকায় পা রাখলেন তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তন ও দ্রুত জসংখ্যা বাড়ায় ২০৫০ সালের মধ্যে ১২০ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে

সিরাজুল ইসলাম: [২] ৩১টি দেশের মানুষ পরিবেশগত হুমকি মোকাবেলায় পর্যাপ্ত পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছে না। ১৯টি দেশের মানুষ সব চেয়ে বেশি পানি, খাদ্য সংকট এবং প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস (আইইপি) এ তথ্য জানিয়েছে।

[৩] সন্ত্রাসবাদ ও শান্তি সূচক তৈরিকারী প্রতিষ্ঠানটি বলছে , পরিবেশগত হুমকির সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, বুরকিনা ফাসো ও উগান্ডা। দেশগুলো জনসংখ্যা বৃদ্ধির ঝুঁকিতেও রয়েছে। সবচেয়ে বেশি পানির সংকটে পড়বে ভারত ও চীন। এছাড়া পাকিস্তান, ইরান, কেনিয়া, মোজাম্বিক ও মাদাগাস্কারের মতো দেশগুলো পানি ও অন্য সংকটে পড়বে।

[৪] আইইপির প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলা বলেন, ব্যাপক বাস্তুচ্যুত মানুষের শরণার্থী স্রোত সবচেয়ে উন্নত দেশগুলোর দিকে ধাবিত হবে। বিশ্ব শান্তির জন্যও মারাত্মক হুমকি তৈরি করেছে জলবায়ু পরিবর্তন। জরুরি বৈশ্বিক সহযোগিতা ছাড়া আগামী ৩০ বছরে শুধু খাবার ও পানির সংকট বাড়তে থাকবে। এখনই পদক্ষেপ না নিলে বিক্ষোভ, দাঙ্গা ও সংঘাত বাড়তে থাকবে।

[৫] জাতিসংঘ ও ১৫৭টি দেশ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেছে আইইপি। আটটি পরিবেশগত হুমকির সঙ্গে এসব দেশের খাপ খাওয়ানোর সক্ষমতার তথ্য বিশ্লেষণে স্থান পেয়েছে। বলা হয়েছে, অন্তত ১৪১টি দেশ ২০৫০ সাল নাগাদ অন্তত একটি পরিবেশগত হুমকির শিকার হবে। এই দেশগুলোর বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়