শিরোনাম
◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোনদের প্ররোচণায় ভুল ওষুধ খেয়েই মারা গেছেন সুশান্ত, অভিযোগ রিয়ার

রাশিদুল ইসলাম : [২] ভারতের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন প্রিয়াঙ্কা সিং এবং দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর তরুণ কুমারের বিরুদ্ধে অভিনেত্রী রিয়া চক্রবর্তী এধরনের অভিযোগ এনে বলেন, নকল প্রেসক্রিপশন বানিয়ে ভাইকে ভুল ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। মুম্বাই পুলিশের কাছে দায়ের করা অভিযোগে রিয়া বলেছেন, প্রিয়াঙ্কার প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ার দিন পাঁচেকের মধ্যেই মারা যান সুশান্ত। টাইমস অব ইন্ডিয়া

[৩] রিয়া অভিনেতা সুশান্তের দুই বোনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনেছেন। বান্দ্রা থানায় সুশান্ত সিং রাজপুতের দুই বোন মিতু সিং এবং প্রিয়াঙ্কা সিং ও দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর তরুণ কুমারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন রিয়া।

[৪] অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছেন রিয়া অভিযোগ বলেছেন, বেআইনিভাবে জাল প্রেসক্রিপশনের সাহায্যে বোনদের দেওয়া ভুল ওষুধ খেয়েই ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত। তাকে এমন চরম পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এবং ঈশ্বরের কাছে অবশ্যই সুশান্তের বোনদের জবাব দিতে হবে। মুম্বাই পুলিশ বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্তের ভার সিবিআই’কে দেওয়া হয়েছে।

[৫] রিয়া অভিযোগ করেন, মৃত্যুর আগে গত ৮ জুন মুম্বাইয়ে ছিলেন সুশান্ত। অথচ অভিনেতার বোন প্রিয়াঙ্কা সিংয়ের দেওয়া প্রেসিক্রিপশন অনুযায়ী ওই একই দিনে সুশান্তকে দিল্লির একটি হাসপাতালের আউটডোর রোগী হিসেবে দেখানো হয়। এটা দেখেই সন্দেহ হয় যে এই প্রেসক্রিপশন একেবারেই ভুয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়