শিরোনাম
◈ গুলশানের বাসভবন থেকে জানাজা স্থলের উদ্দেশে রওনা হয়েছে খালেদা জিয়ার লাশবাহী গাড়ি (ভিডিও) ◈ ব্যক্তিগত বাড়ি–গাড়ি নেই, সম্পদ ১ কোটি ৯৭ লাখ, জানা গেল তারেক রহমানের হলফনামায় ◈ খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট ◈ ছেলের বাসায় খালেদা জিয়া, কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান ◈ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোনদের প্ররোচণায় ভুল ওষুধ খেয়েই মারা গেছেন সুশান্ত, অভিযোগ রিয়ার

রাশিদুল ইসলাম : [২] ভারতের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন প্রিয়াঙ্কা সিং এবং দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর তরুণ কুমারের বিরুদ্ধে অভিনেত্রী রিয়া চক্রবর্তী এধরনের অভিযোগ এনে বলেন, নকল প্রেসক্রিপশন বানিয়ে ভাইকে ভুল ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। মুম্বাই পুলিশের কাছে দায়ের করা অভিযোগে রিয়া বলেছেন, প্রিয়াঙ্কার প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ার দিন পাঁচেকের মধ্যেই মারা যান সুশান্ত। টাইমস অব ইন্ডিয়া

[৩] রিয়া অভিনেতা সুশান্তের দুই বোনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনেছেন। বান্দ্রা থানায় সুশান্ত সিং রাজপুতের দুই বোন মিতু সিং এবং প্রিয়াঙ্কা সিং ও দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর তরুণ কুমারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন রিয়া।

[৪] অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছেন রিয়া অভিযোগ বলেছেন, বেআইনিভাবে জাল প্রেসক্রিপশনের সাহায্যে বোনদের দেওয়া ভুল ওষুধ খেয়েই ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত। তাকে এমন চরম পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এবং ঈশ্বরের কাছে অবশ্যই সুশান্তের বোনদের জবাব দিতে হবে। মুম্বাই পুলিশ বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্তের ভার সিবিআই’কে দেওয়া হয়েছে।

[৫] রিয়া অভিযোগ করেন, মৃত্যুর আগে গত ৮ জুন মুম্বাইয়ে ছিলেন সুশান্ত। অথচ অভিনেতার বোন প্রিয়াঙ্কা সিংয়ের দেওয়া প্রেসিক্রিপশন অনুযায়ী ওই একই দিনে সুশান্তকে দিল্লির একটি হাসপাতালের আউটডোর রোগী হিসেবে দেখানো হয়। এটা দেখেই সন্দেহ হয় যে এই প্রেসক্রিপশন একেবারেই ভুয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়