শিরোনাম
◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের বাড়তি অংশ গ্যাস লাইনের উপর : তিতাসের তদন্ত প্রধান

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নেমে মসজিদের নিচে দিয়ে গ্যাস পাইপলাইন না পেলেও মসজিদের বর্ধিত অংশ লাইনের উপর নির্মাণের প্রমাণ পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে দুর্ঘটনাস্থল নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ পরিদর্শনে আসেন এ ঘটনার তদন্ত কমিটির প্রধান তিতাসের জেনারেল ম্যানেজার আবদুল ওহাব তালুকদার।

এ সময় তদন্ত কমিটি, মসজিদ কমিটি, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তিতাসের ঢাকা অফিসে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের দায়িত্বে থাকা আবদুল ওহাব তালুকদার সাংবাদিকের বলেন, ‘সোমবার লিকেজের সন্ধানে গ্যাস পাইপলাইনে মাটি খুঁড়ে দেখেছি, মসজিদের ভেতর দিয়ে কোনো গ্যাসের লাইনের পাইপ যায়নি। বরং মসজিদ নির্মাণের সময় আমাদের গ্যাসের লাইনের উপর ভবনের কিছু বর্ধিত অংশ চলে এসেছে।’

মসজিদ তৈরি হওয়ার আগে এ সড়কে তিতাসের গ্যাস পাইপলাইন বসেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা মসজিদ নির্মাণ করার সময় আমাদের লাইনের উপর চলে আসছেন।’

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ অগ্নিদগ্ধ হন। এর মধ্যে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটতে পারে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, ডিপিডিসি, সিটি করপোরেশন ছাড়াও তিতাস গ্যাস কর্তৃপক্ষও পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে।বিডি নিউজ , যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়