শরীফ শাওন: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিন ধাপে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এসকল বিদ্যালয়ের ১ লাখ চার হাজার শিক্ষককে আত্মীকরণ করা হয়। মন্ত্রণালয়টিতে নতুন করে জাতীয়করণ প্রস্তাব বিবেচনার সুযোগ নেই।
[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কোন এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে বিদ্যালয় স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে।
[৪] মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার ও জোলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
[৫] রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্পাদনা : রায়হান রাজীব